For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রস্তুতি ম্যাচে বিরাট-রাহানেরা বিশ্রামে, ওপেনার ময়াঙ্ক ভরসা দিলেও ব্যর্থ ক্যাপ্টেন রোহিত

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে ভারতীয় দল কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। বিসিসিআইয়ের তরফে অনেক চেষ্টার পর অবশেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে কাউন্টি সিলেক্ট ইলেভেন গড়ে দেয়। আজ ডারহামে সেই প্রস্তুতি ম্যাচকে একেবারেই সিরিয়াসভাবে নিল না ভারতীয় দল।

বিশ্রামে তারকারা

বিশ্রামে তারকারা

ডারহামের চেস্টার-লে-স্ট্রিটে যে ম্যাচ শুরু হয়েছে তাতে খেলছেন না খোদ অধিনায়ক বিরাট কোহলি, যিনি ২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি। বিশ্রামে অজিঙ্ক রাহানেও, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অফ ফর্মের কারণে যিনি সমালোচিতও হয়েছিলেন। মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনও এই ম্যাচে খেলছেন না। অশ্বিন অবশ্য সম্প্রতি সারের হয়ে খেলে সাত উইকেট পেয়েছেন কাউন্টিতে।

ছবি- বিসিসিআই টুইটার

রান পেলেন না রোহিত

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের এই ম্যাচের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন ময়াঙ্ক আগরওয়াল। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই দুই ওপেনারই খেলবেন। উইল রোডসের নেতৃত্বাধীন কাউন্ট সিলেক্ট ইলেভেন দলেও দুই ভারতীয় ক্রিকেটার খেলছেন। আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। আবেশ খান দ্বিতীয় বোলার হিসেবে শুরু করে অবশ্য প্রথম তিন ওভারে ২৪ রান খরচ করেছেন। পরিবর্ত বোলার লিন্ডন জেমস প্রথম ওভার মেডেন নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারে আউট করে দিয়েছেন রোহিত শর্মাকে। রোহিত ৩৩ বলে ৯ রান করেন। পুল মারতে গিয়ে ক্যাচ আউট হন। প্রয়াত ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মার স্মৃতিতে কালো ব্যাজ পরে আজ খেলছে ভারতীয় দল।

কিপিংয়ে রাহুল

করোনা আক্রান্ত হওয়ার পর ঋষভ পন্থ এখনও সুস্থ হননি। তাই প্রত্যাশিতভাবে উইকেটকিপিং করবেন লোকেশ রাহুল। দলে বাকিদের মধ্যে রয়েছেন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

English summary
Rohit Sharma Leading The Indians Against County Select Eleven As Virat Rahane Shami Ashwin Rested. Rohit And Mayank Opened For Indians After Winning The Toss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X