For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেলেন না, টি ২০ আন্তর্জাতিকে স্পর্শ ধোনি-বিরাটের কীর্তি

Google Oneindia Bengali News

রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভালো শুরু করেও বড় রান পেতে ব্যর্থ হলেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি এজবাস্টন টেস্টে খেলতে পারেননি। কিন্তু করোনামুক্ত হওয়ার পর সাদা বলের সিরিজের জন্য ভালোরকমই প্রস্তুতি নিয়েছিলেন। আজ সাউদাম্পটনে আগ্রাসী মেজাজেই তিনি খেলতে শুরু করেন। তারই ফাঁকে ভারত অধিনায়ক হিসেবে স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির কীর্তি।

রোহিত স্পর্শ করলেন ধোনি-বিরাটের কীর্তি

২.৫ ওভারে দলের ২৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক রোহিত। মঈন আলির বল রোহিতের ব্যাটে লেগে জমা পড়ে অধিনায়ক তথা উইকেটকিপার জস বাটলারের হাতে। রোহিত পাঁচটি চারের সাহায্যে করেন ১৪ বলে ২৪ রান। এর মধ্যেই ভারত অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান করার নজির গড়লেন হিটম্যান। ধোনি ও কোহলির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে।

২.৫ ওভারে দলের ২৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক রোহিত। মঈন আলির বল রোহিতের ব্যাটে লেগে জমা পড়ে অধিনায়ক তথা উইকেটকিপার জস বাটলারের হাতে। রোহিত পাঁচটি চারের সাহায্যে করেন ১৪ বলে ২৪ রান। এর মধ্যেই ভারত অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান করার নজির গড়লেন হিটম্যান। ধোনি ও কোহলির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে।

এই কীর্তি গড়তে আজ রোহিতের দরকার ছিল মাত্র ১৩ রান। বেশিক্ষণ সময়ও এদিন নেননি তিনি। টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে দশম অধিনায়ক হিসেবে ১ হাজার রান করার মাইলস্টোন স্পর্শ করেন রোহিত। টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের। তিনি ৬৫ ম্যাচে ১৯৭১ রান করেছেন। গড় ৩৩.৪০, স্ট্রাইক রেট ১৪০.৫৮। একটি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ভারতকে ২৯তম টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। তিনি ১০১১ রান করেছেন, গড় ৩৭.৪৪, দুটি শতরান করেছেন ভারতের ক্যাপ্টেন হিসেবে।

অধিনায়ক হিসেবে রোহিত সবচেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৭ ম্যাচে ২০৮ রান। গড় ৫১.৩৩। সেরা ইনিংস অপরাজিত ৬০ রানের। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ২০০-র উপর রান রয়েছে। গত বছর টি ২০ আন্তর্জাতিকে রোহিত ১১ ম্য়াচে ৪২৪ রান করেছিলেন। সর্বাধিক স্কোর ৭৪। গড় ৩৮.৫৪। স্ট্রাইক রেট ১৫০.৮৮। চলতি বছরে তিনি সাতটি টি ২০ আন্তর্জাতিকে ১৪০ রান পেয়েছেন। সর্বাধিক স্কোর ৪৪। গড় ২০, স্ট্রাইক রেট ১২৮.৪৪। আইপিএলেও রোহিত এবার চেনা ছন্দে ছিলেন না। টি ২০ বিশ্বকাপের আগে রোহিতকে স্বমহিমায় দেখতে চাইছেন নির্বাচক, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনুরাগীরা।

English summary
Rohit Sharma Joins MS Dhoni And Virat Kohli In The Elite List By Scoring 1000 T20I Runs As India Captain. Rohit Has Scored 24 Off 14 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X