For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনিতে ২৫-এ আউট হয়ে অবাঞ্ছিত ক্লাবের নেতা হলেন রোহিত!

সিডনিতে ২৫-এ আউট হয়ে অবাঞ্ছিত ক্লাবের নেতা হলেন রোহিত!

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ শেষ হওয়ার পর আর বাইশ দেখা যায়নি রোহিত শর্মাকে। সিডনি টেস্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটে হিটম্যানের। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা রোহিত নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। শুরুটা ভাল করেও খেই ধরে রাখতে না পারায় এক অবাঞ্ছিত রেকর্ড, টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের নামে লেখা হল।

রোহিতের পারফরম্যান্স

রোহিতের পারফরম্যান্স

বিস্তর জল্পনা-কল্পনা, ফিটনেস টেস্ট ও কোয়ারেন্টাইনের ধাপ পেরিয়ে সিডনি টেস্টে ভারতীয় দলের হয়ে ফের মাঠে নামেন চোট সারিয়ে ওঠা রোহিত শর্মা। কিন্তু প্রত্যাবর্তনে সেভাবে সাড়া ফেলতে পারলেন না হিটম্যান। মাত্র ২৬ রান করে অস্ট্রেলিয় ফাস্ট বোলার জোশ হ্যাজেলউডের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

হোম ও অ্যাওয়ে ব্যাটিং গড়

হোম ও অ্যাওয়ে ব্যাটিং গড়

কার্যত ঘরের মাঠে টেস্টে রাজা রোহিত শর্মা। এই ফর্ম্যাটে ভারতে তাঁর ব্যাটিং গড় ৮৮.৩৩। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে বিদেশের মাটিতে টেস্টে ততটা সফল নন হিটম্যান। অস্ট্রেলিয়া সহ বিদেশের মাটিতে টেস্টে রোহিতের ব্যাটিং গড় মাত্র ২৬.৩২।

পার্থক্য অনেক বেশি

পার্থক্য অনেক বেশি

দেশ ও বিদেশের মাটিতে টেস্টে রোহিত শর্মার রান ও ব্যাটিং গড়ের পার্থক্য অনেকটাই বেশি। হিটম্যানের ব্যাটিং গড়ের পার্থক্য ৬২.০১। একই প্রেক্ষপটে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের মোমিনুল হকের ব্যাটিং গড়ের পার্থক্য ৩৫.১১। এই তালিকায় রোহিতের নিচে রয়েছেন বিজয় হাজারে, কামরান আকমল এবং ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যানর।

রোহিতের টেস্ট কেরিয়ার

রোহিতের টেস্ট কেরিয়ার

সিডনি ম্যাচের আগে পর্যন্ত ভারতের হয়ে ৩২টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এসেছে ২১৪১ রান। ব্যাটিং গড় ৪৬.৫। ৬টি শতরান সামিল রয়েছে। টেস্টে রোহিতের সর্বোচ্চ স্কোর ২১২।

'প্রিয় খেলোয়াড় কে'? বুদ্ধিদীপ্ত জবাবে লাবুশানের স্লেজিং বাউন্ডারির বাইরে পাঠালেন গিল!'প্রিয় খেলোয়াড় কে'? বুদ্ধিদীপ্ত জবাবে লাবুশানের স্লেজিং বাউন্ডারির বাইরে পাঠালেন গিল!

English summary
Rohit Sharma is at the top of home and away batting average difference in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X