For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি রোহিতের, ঝুঁকি পূর্ণ শট হয়তো ভারত অধিনায়ক খেলবেন না মেলবোর্নে

পাকিস্তান ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি রোহিতের, ঝুঁকি পূর্ণ শট হয়তো ভারত অধিনায়ক খেলবেন না মেলবোর্নে

Google Oneindia Bengali News

তাল ঠুকছে দুই দেশ। বিশ্ব ফুটবলের মহারণের জন্য দুই শিবিরের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের তুলির টান। বিশ্বকাপের সামগ্রিক উত্তেজনাকে ছাপিয়ে ২৩ অক্টোবর (রবিবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা ভারত বনাম পাকিস্তান দ্বৈরথকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ওয়াঘার দুই পারেই শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে।

অপশনাল অনুশীলনে রোহিত:

অপশনাল অনুশীলনে রোহিত:

মাঠের বাইরে সমর্থক এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে হাইপ্রোফাইল এই ম্যাচকে ঘিরে যেমন উত্তেজনার পারদ চড়ছে তেমনই রবিবার যে ২২ জন ক্রিকেটার দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাঁরাও তৈরি হচ্ছেন। ভারত এবং পাকিস্তান- দুই দেশের ক্রিকেটাররাই শ্রেষ্ঠত্ব এবং সম্মানের লড়াইয়ে প্রতিপক্ষের ক্রিকেটারদের এক ইঞ্চি জমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় ছাড়তে নারাজ। ৪৮ ঘণ্টা পেরলেই মাঠে নামবে নীল জার্সি পরিহিত ভারত এবং সবুজ জার্সিধারী পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে শুক্রবার ছিল ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস। অপশনাল থাকলেও এ দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা অনুশীলনে দীর্ঘ সময় কাটান। বিভিন্ন শট এ দিন ঝালিয়ে নিতে দেখা যায় রোহিতকে।

দেড় ঘণ্টার অনুশীলনে ছিল না একটিও ক্রস শট:

দেড় ঘণ্টার অনুশীলনে ছিল না একটিও ক্রস শট:

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের অন্য সকল মাঠের থেকে অন্য রকম। ঐতিহ্যশালী এই মাঠের দূরত্ব লম্বায় কম হলেও প্রস্থের দিকে অনেকটাই বেশি। ক্রস ব্যাটে বাউন্ডারি টপকানো মুশকিল। এ দিন অনুশীলনে রোহিত শর্মাকে মূলত বেশির ভাগ শট খেলতে দেখা যায় ড্রাইভে। কোনও ক্রস ব্যাটে শট দীর্ঘ দেড় ঘণ্টার বেশি অনুশীলনে খেলেননি রোহিত। এ দিন ভারত অধিনায়কের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি ম্যাচে ভি জোনেই খেলবেন, অকারণে শাহিন শাহ আফ্রিদি, নাসিমদের বিরুদ্ধে ঝুঁকি পূর্ণ শট খেলবেন না। শাহিন শুধু দ্রুত গতিতেই বোলিং করেন না, কম জায়গার মধ্যে তা সুইং করানোর দক্ষতাও রয়েছে তাঁর। এ দিন রোহিত শর্মার অনুশীলন দেখার জন্য ৩০ জন সমর্থক উপস্থিত ছিলেন মেলবোর্নে।

দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেলও ছিলেন এ দিনের অনুশীলনে:

দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেলও ছিলেন এ দিনের অনুশীলনে:

শুধু রোহিত একা নন, তাঁর সঙ্গে অপশনাল প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন দীনেশ কার্তিক, যিনি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতের সেরা ফিনিশর। এ দিন বেশ কিছু ঝুঁকি পূর্ণ শট অনুশীলন করতে দেখা যায় কার্তিককে। ল্যাপ স্কুপ, রিভার্স ল্যাপ স্কুপ, পুল শটে খেলতে দেখা যায় কার্তিককে। এ দিন রোহিতের ব্যাটিং দেখে বিখ্যাত সেই সাক্ষাৎকারের কথা মনে পরে যায় যেখানে, সঞ্চালক প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনার রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হয় না যে ওনার কাছে শটগুলো খেলার জন্য অতিরিক্ত সেকেন্ড রয়েছে?" কালবিলম্ব না করে বিরাট কোহলি তখন বলেছিলেন, "এক নয়, দেড় সেকেন্ড।" নিজের ব্যাটিং সেশন শেষ হওয়ার পর দীনেশ কার্তিকের সেশন দেখতে থাকেন রোহিত এবং পরে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে করতে অক্ষর প্যাটেলের ব্যাটিং সেশন।

গত বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ:

গত বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ:

২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে দুই দলেরই এটি প্রথম ম্যাচ হতে চলেছে। গত বছর টি-২০ বিশ্বকাপেও প্রথম ম্য়াচে এই দুই দেশ মুখোমুখি হয়েছিল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই ম্যাচে ১০ উইকেটেরে লজ্জাজনক হারের সাক্ষী থেকেছিল ভারত। রোহিত শর্মা প্রথম ম্যাচে এলবিডাব্লিউ আউট হয়েছিলেন এই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বলে।

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে কোন ১২ দেশ? হাতের কাছে রাখুন ভারতের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিটি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে কোন ১২ দেশ? হাতের কাছে রাখুন ভারতের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

English summary
Rohit Sharma getting ready for the pakistan match and his duel against Shaheen Shah Afridi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X