For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের ব্যাটিংয়ের সময় ছুটে গিয়ে জড়িয়ে ধরল কিশোর ভক্ত! হিটম্যানের পদক্ষেপে আপ্লুত দর্শকরা

রায়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত। রোহিত শর্মা ব্যাটিং করার সময় মাঠের ভিতর ঢুকে তাঁকে জড়িয়ে ধরে এক কিশোর ভক্ত। নিরাপত্তারক্ষীদের কোনও ব্যবস্থা না নিতে বললেন হিটম্যান।

  • |
Google Oneindia Bengali News

রায়পুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তাতেই বিশ্বের ১ নম্বর দল নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুটিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত। এরপর ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে দেখা যায় হিটম্যানকে। যোগ্য সঙ্গত দেন শুভমান গিল। ভারতের বড় জয় নিশ্চিত হওয়ার আগেই মাঠে ঢুকে পড়ল এক কিশোর ভক্ত।

রোহিতের ব্যাটিংয়ের সময় ছুটে গিয়ে জড়িয়ে ধরল কিশোর ভক্ত

রোহিত শর্মা তখন ব্যাট করছেন। হঠাৎই দেখা যায় এক কিশোর ছুটে পৌঁছে গেল রোহিত শর্মার কাছে। তার পিছনে ছুটতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে ওই কিশোর মাঠে ঢুকে পড়ল তা বোঝার আগেই সে গিয়ে জড়িয়ে ধরে রোহিত শর্মাকে। রোহিত সুকৌশলে সেই ভক্তের থেকে দূরত্বও বাড়িয়ে নেন। এরপরই ওই কিশোরকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

এরপর রোহিত শর্মাকে দেখা যায় নিরাপত্তারক্ষীদের কিছু বলতে। পরে জানা গিয়েছে, নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ওই কিশোর মাঠে ঢুকে পড়লেও তার বিরুদ্ধে যাতে শাস্তিমূলক কোনও পদক্ষেপ না করা হয় সেটাই নিরাপত্তারক্ষীদের বলেছেন রোহিত। এই ধরনের ঘটনা সাধারণত দেখাতে চায় না সম্প্রচারকারী সংস্থা। রোহিতকে ওই কিশোর জড়িয়ে ধরার পরেই ক্যামেরা তাক করে ভারতীয় ডাগআউটের দিকে। সেখানেও দেখা যায় ঈশান কিষাণরা রোহিতের ভক্তের কাণ্ডকারখানা বেশ উপভোগই করছেন।

এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। ৩৪.৩ ওভারে ১০৮ রানেই শেষ হয় বিশ্বের ১ নম্বর ওডিআই দলের ইনিংস। জবাবে খেলতে নেমে ঝোড়োগতিতেই রান তুলতে থাকে ভারত। বেশি মারমুখী মেজাজেই ছিলেন হিটম্যান। ভারত পাওয়ারপ্লের ১০ ওভারে তোলে ৫২ রান। রোহিত শর্মা এদিন আউট হন ৫০ বলে ৫১ রান করে। ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন হিটম্যান। এদিন ওডিআই কেরিয়ারের ৪৮তম অর্ধশতরানটি পেলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়। হেনরি শিপলির বলে রোহিত লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। ১৪.২ ওভারে ভারতের প্রথম উইকেটটি পড়ে ৭২ রানে। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভমান গিল ও বিরাট কোহলি।

English summary
Rohit Sharma Fan Invades The Pitch To Hug Indian Captain. Hitman Asks Security Guard Not To Take Any Action Against Him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X