For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মা ভারত অধিনায়ক হিসেবে ভাঙলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড! ভক্তদের মন জিতলেন কীভাবে?

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মা তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে রান পাননি। ২ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে এই নিয়ে ৯ বার শূন্য রানে আউট হলেন হিটম্যান, ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। তবে এই লজ্জার রেকর্ডের পাশাপাশি রোহিতের মুকুটে কিন্তু যোগ হয়েছে সাফল্যের আরেক পালক।

ভাঙল ধোনির রেকর্ড

ভাঙল ধোনির রেকর্ড

কোনও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ম্যাচ জেতার নজির আগেই গড়েছে ভারত। অস্ট্রেলিয়া সিরিজেই টপকে গিয়েছে বাবর আজমের পাকিস্তানের কীর্তিকে। চলতি ক্যালেন্ডার ইয়ারে সেই সাফল্যের রেকর্ড আরও উন্নত হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক ৮ উইকেটে জেতার ফলে। চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত ১৬টি টি ২০ আন্তর্জাতিকে জয়লাভ করল। এর আগে ২০১৫ সালে ভারত ১৫টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ফলে ভারত অধিনায়ক হিসেবে বছরে সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ড ধোনির হাত থেকে ছিনিয়ে নিলেন হিটম্যান।তবে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ড ধোনির দখলেই আছে। ধোনি ৭২টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন ৪১টি ম্যাচে। রোহিতের নেতৃত্বে ভারত ৪৩টি ম্যাচের মধ্যে জিতেছে ৩৪টিতে, হার ৯টিতে।

নজির গড়ে জয়

নজির গড়ে জয়

ভারত টি ২০ আন্তর্জাতিকে জয়ের আরও একটি নজিরও গড়ে ফেলেছে। রান তাড়া করতে নেমে দেশের মাটিতে এই নিয়ে টানা ষোড়শ জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। গুয়াহাটিতে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক জিতলে ইন্দোর ম্যাচের আগে সিরিজ জয় সম্পন্ন করে ফেলবে রোহিতের ভারত। ভারতীয় দল ত্রিবান্দ্রমে পৌঁছানোর পরই দেখা যায় রোহিত শর্মার বিশাল কাটআউট বানিয়ে স্বাগত জানানো হয়েছে। রোহিতকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়েছে ম্যাচ চলাকালীন।

ভক্তের ভগবান

ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষে মাঠ ছাড়ছিল তখন হঠাৎই নিরপেক্ষবেষ্টনী ভেঙে এক ক্রিকেট অত্যুৎসাহী মাঠে ঢুকে পড়েন। সটান গিয়ে প্রণাম করেন রোহিতকে। তাঁর সঙ্গে দাঁড়িয়ে সেলফিও তোলেন। ভারতের বিভিন্ন মাঠে এমন দৃশ্য আগেও দেখা গিয়েছে। তবে রোহিত ভালোভাবেই সামলালেন পরিস্থিতি। ক্রিকেট ভক্তদের এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

অটোগ্রাফ বিলোলেন

এরপর খেলার শেষে রোহিত শর্মা ভক্তদের মন জয় করে নেন। খুদে ক্রিকেটাররা রোহিতের অটোগ্রাফের জন্য অপেক্ষা করছিলেন। রোহিত তাদের কাছে গিয়ে দেদার অটোগ্রাফ বিলোলেন। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

English summary
Rohit Sharma Breaks MS Dhoni's Record Of Most T20I Wins As India Captain In A Calendar Year. Fan Touches His Feet And Takes Selfie. Rohit Signed Autographs For Fans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X