For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট মাথায় করে রাখেন মাহিকে, এবার রোহিত যা করলেন

কটকে টি-টোয়েন্টি ম্যাচে বাজিমাত টিম ইন্ডিয়ার ফের একবার ঝলসে উঠল মহেন্দ্র সিং ধোনির ব্যাট।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

টেস্ট -একদিনের পর এবার টি-টোয়েন্টিতেও একই ছবি। ওড়িশার বারবাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯৩ রানে জিতল ভারত। ম্যাচে ব্যাট হাতে ছোট স্পেলে দেখা গেল ধোনি ধামাকা।

বিরাট মাথায় করে রাখেন মাহিকে, এবার রোহিত যা করলেন

[আরও পড়ুন:সৌরভের বচন ফেল, ব্যর্থ সামির লড়াই, লজ্জার হারে সেমিতেই শেষ রনজি অভিযান][আরও পড়ুন:সৌরভের বচন ফেল, ব্যর্থ সামির লড়াই, লজ্জার হারে সেমিতেই শেষ রনজি অভিযান]

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ভারত। রোহিত শর্মা মাত্র ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও বাকিরা সকলেই ভালো রান করেন। অনেক দিন বাদে সুযোগ পেয়ে কে এল রাহুল সর্বোচ্চ ৬১ রান করেন। মাত্র ৪৮ বলে ৭ টি চার ও ১ টি ছয় মারেন তিনি। এদিকে তরুণ শ্রেয়স আয়ার ২৪ রান করেন। ধোনি ২২ বলে ৩৯ রান করেন। তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ১ টি ছয় দিয়ে। কম যাননি মণীশ পান্ডেও। ১৮ বলে ৩২ করেন তিনি। সকলের অবদানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইন্ডিয়া।

এদিকে ফের একবার ধোনিতে মজেছেন ভারতীয় দলের দায়িত্বে থাকা অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি সবসময়েই মাহির প্রশংসা করেন। পাশাপাশি জানিয়েও রাখেন ধোনি থাকা মানে দল গভীরতা থাকা। এবার মাহিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। এদিন রোহিত ধোনিকে ব্যাটিং লাইন আপে চারে উঠিয়ে আনেন। আর হাত নাতে ফল পেয়ে যান তিনি। ক্লিক মাহি ম্যাজিক।

বিরাট মাথায় করে রাখেন মাহিকে, এবার রোহিত যা করলেন

[আরও পড়ুন:টাকার গন্ধেই মন মজান, বিরুষ্কা -র বার্ষিক আয় একনজরে, পড়বেন নিজ দায়িত্বে][আরও পড়ুন:টাকার গন্ধেই মন মজান, বিরুষ্কা -র বার্ষিক আয় একনজরে, পড়বেন নিজ দায়িত্বে]

রোহিত বলেছেন, 'ধোনি চার নম্বরের ক্লাস ব্যাটসম্যান,আমাদের জন্য ও অনেক ম্যাচ খেলেছে।আমাদের জন্য এত ম্যাচ জিতেছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় ও চার নম্বরে ব্যাট করার জন্য এটা আদর্শ। '

রোহিত আরও বলেছেন, 'দীর্ঘ সময় ধরে ধোনিকে ফিনিশার হিসেবে পেয়েছি। ও চাপ না নিয়ে প্রচুর ম্যাচ শেষ করেছে। আমরা বুঝিনি কতটা টোটাল করলে সুরক্ষিত হবে। সেটাই ও করে দিয়েছে। ওর জন্য দারুণ পারফরম্যান্স। '

English summary
Rohit Sharma believes Mahendra Singh Dhoni is the ideal man for no 4 spot in the Indian team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X