অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট থেকে বাদ পড়েও আশা ধরে রাখলেন রোহিত-ইশান্ত!
আনফিট রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফররত টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে ছেঁটেই ফেলল বিসিসিআই। দলে জায়গা পেলেন না চোটগ্রস্ত ইশান্ত শর্মাও। যদিও দুই ক্রিকেটারের সামনে সম্ভাবনার রাস্তাও খুলে রেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। দুই ক্রিকেটারের সামনে এখনও কোন সুযোগ খোলা রয়েছে, তা জেনে নেওয়া যাক।

এনসিএ-র কী বক্তব্য
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র তরফে জানানো হয়েছে, ৮ ডিসম্বরের আগে রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে ফিট ঘোষণা করে সম্ভব নয়। ১৪ দিনের কোয়ারন্টাইন পর্ব ধরলে অস্ট্রেলিয়ায় ২২ ডিসেম্বরের আগে মাঠে নামতে পারবেন না হিটম্যান ও ইশু।

কী জানিয়েছে বিসিসিআই
কিংবদন্তি রাহুল দ্রাবিড় নেতৃত্বধীন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডমি তথা এনসিএ-র বক্তব্য শুনে বিসিসিআই জানিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি টেস্টে খেলবেন না রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। ১৭ ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। ২২ ডিসেম্বর কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়া মাত্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে রোহিত ও ইশান্তকে নামাতে রাজি নয় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ভাল করে প্রস্তুতি নিয়ে দুই ক্রিকেটার অজিভূমে শেষ দুটি টেস্ট খেলুন, চায় বিসিসিআই। সত্তর থেকে আশি শতাংশ ফিটনেস নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি খেলা সহজ হবে না বলে বিশ্বাস ভারতীয় ক্রিকেট বোর্ডের।

প্রয়োজন আরও সময়
আইপিএল ২০২০ খেলতে গিয়ে চোট পাওয়া রোহিত শর্মা এবং ইশান্ত শর্মার ফিটনেস ট্রেনিং এবং অনুশীলন চলছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে। সূত্রের খবর, দুই ক্রিকেটারের চোটের পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় অ্যাকাডেমির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান রাহুল দ্রাবিড়। সেখানে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা খুব একটা আশাব্যঞ্জক নয় বলে জানানো হয়েছে। রোহিত এবং ইশান্তকে সুস্থ হতে আরও সময় দিতে চায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।

কী বলেছিলেন শাস্ত্রী
ওপেনার রোহিত শর্মা এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য সময় বেঁধে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মাঠে নামতে হলে দুই থেকে তিন দিনের মধ্যে নিজেদের ফিট প্রমাণ করতে হবে দুই ক্রিকেটারকে। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিত ও ইশান্তকে। তারপর দুই ক্রিকেটার টেস্টের জন্য যে প্রস্তুতি পাবে, তা উপযুক্ত হবে না বলে মনে করেন শাস্ত্রী।

রোহিত একান্তই না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে টিম ইন্ডিয়ার পরিবর্ত কে হবেন?