For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ইংল্যান্ড: চেন্নাইয়ে পৌঁছে গেলেন রোহিত-রাহানে, বিরাট ও ইংল্যান্ড দল কবে আসছে

মিশন ইংল্যান্ড: চেন্নাইয়ে পৌঁছে গেলেন রোহিত-রাহানে, বিরাট ও ইংল্যান্ড দল কবে আসছে

  • |
Google Oneindia Bengali News

মিশন ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এখন অতীত। সামনে এখন প্রতিপক্ষ ইংল্যান্ড। ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্ট ঘিরে তাই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একে একে চেন্নাইয়ে পৌঁছছেন ভারতীয় ক্রিকেটাররা।

চেন্নাইয়ে পৌঁছলেন রাহানে, রোহিত, শার্দুল

চেন্নাইয়ে পৌঁছলেন রাহানে, রোহিত, শার্দুল

মঙ্গলবার রাতে মুম্বই থেকে চেন্নাই এসেছেন অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা ও শার্দুল ঠাকুর। চেন্নাইয়ে পৌঁছে বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেটাররা হোটেলে পৌঁছন। সেখানে তাঁদের যাবতীয় শারীরিক পরীক্ষা হওয়ার পর ক্রিকেটাররা একে একে কোয়ারেন্টন পর্ব কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।

বিরাট কবে আসছেন

বিরাট কবে আসছেন

জানা গিয়েছে, ভারত অধিনায়ক বিরাট কোহলি বুধবার দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই বিরাট দেশের জার্সিতে প্রত্যাবর্তন করতে চলেছেন।

ইংল্যান্ড দল কবে আসছে

ইংল্যান্ড দল কবে আসছে

ইংল্যান্ডের বেন স্টোকস, মইন আলি, জোফরা আর্চার ইতিমধ্যে চেন্নাইতে চলে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ইংল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা বুধবার ভারতে এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। এরপর ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা হবে। রুট-স্টোকসরা পরীক্ষার পর নিভৃতবাসে ঢুকে পড়বেন। দুই দলের ক্রিকেটাররাই ৬ দিনের নিভৃতবাসে থাকতে চলেছেন।

ভারতকে চাপে রাখবে রুটের পরিংসখ্যান

ভারতকে চাপে রাখবে রুটের পরিংসখ্যান

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট চার ইনিংস মিলিয়ে ৪২৬ রান হাঁকান। ব্যাটিং গড় ১০৬.৫। সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। সর্বোচ্চ সংগ্রহ ২২৮ রান। প্রথম টেস্টে ২২৮ রান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টে রুট ১৮৬ রান হাঁকান। উপমহাদেশের উইকেটে রুটের এমন ব্যাটিং সিরিজ শুরুর আগে ভারতের চিন্তা বাড়াল বলা চলে।

সৌমিত্র খাঁর সভায় উস্কানির পরেই খুন, হুঙ্কার অনুব্রতর, বিজেপি নেতার নামে লিখিত অভিযোগ মঙ্গলকোটেসৌমিত্র খাঁর সভায় উস্কানির পরেই খুন, হুঙ্কার অনুব্রতর, বিজেপি নেতার নামে লিখিত অভিযোগ মঙ্গলকোটে

English summary
Rohit Sharma-Ajinkya Rahane reach Chennai,Virat and England team will join by today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X