For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবরাজের 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে পাস করে কাঁদের নাম উল্লেখ করলেন রোহিত!

যুবরাজের 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে পাস করে কাঁদের নাম উল্লেখ করলেন রোহিত!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি অবস্থায় নানা কেরামতি দেখাচ্ছেন ক্রিকেটাররা। তা ভাইরালও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকার অন্যতম সদস্য যুবরাজ সিং, ব্যাট বলের জাগলিং দেখিয়ে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছিলেন। তাতে সামিল হলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাও।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৪৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২৮০০-রও বেশি মানুষ। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, দিল্লি, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মারণ ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র, দেশব্যাপী জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

যুবরাজের কেরামতি

যুবরাজের কেরামতি

দেশের অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের মতো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংও ঘরবন্দি অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। তার ফাঁকে চলছে শরীর চর্চাও। ক্রিকেট যে এখনও তাঁর সঙ্গী, তা জানান দিয়েছেন যুবি। ব্যাট-বলের জাগলিং করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া তারকা।

যুবরাজের চ্যালেঞ্জ

টুইটারে নিজের ভিডিও পোস্ট করেন যুবরাজ সিং। ওপরে লেখেন, এই মুশকিল সময়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে তিনি ঘরবন্দি থাকার শপথ নিয়েছেন। অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে। প্রাক্তন সতীর্থ তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, টার্বুনেটর হরভজন সিং এবং টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকেও সেই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন জানান যুবি।

সচিনের পর রোহিতের উত্তর

যুবরাজ সিং-র চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সচিন তেন্ডুলকর। তবে এক কাঠি ওপরে উঠে কালো কাপড় দিয়ে চোখ ঢেকে ব্যাট-বলের জাগলিং করে যুবি-কে পাল্টা চ্যালেঞ্জ করেছেন মাস্টার ব্লাস্টার। যুবরাজ সিং-র চ্যালেঞ্জ গ্রহণ করেছেন রোহিত শর্মাও। একটু অন্যভাবে বল ও ব্যাটের জাগলিং করেছেন হিটম্যান।

রোহিতের চ্যালেঞ্জ

রোহিতের চ্যালেঞ্জ

যুবরাজ সিং-র চ্যালেঞ্জ গ্রহণ করার পাশাপাশি নিজের জাতীয় দলের সতীর্থ অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থকে 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রোহিত শর্মা।

প্রধানমন্ত্রীকে অপমান! বন্ধু শাহিদ আফ্রিদিকে ছেড়ে কথা বললেন না হরভজন সিংপ্রধানমন্ত্রীকে অপমান! বন্ধু শাহিদ আফ্রিদিকে ছেড়ে কথা বললেন না হরভজন সিং

English summary
Rohit Sharma accepts Yuvraj Singh's challenge and nominates more three
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X