For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত সুর মেলালেন অশ্বিনের সঙ্গে! বিশ্বকাপে দিন-রাতের ম্যাচ আগে শুরুর প্রস্তাব, লাভ কী হবে?

  • |
Google Oneindia Bengali News

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপে দিন-রাতের ম্যাচগুলির সময় সন্ধ্যার পর থেকে শিশির পড়ার ভালোই সম্ভাবনা থাকবে। ফলে ডিউ ফ্যাক্টর যাতে ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতামতকে সমর্থন জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভাবনায় ডিউ ফ্যাক্টর

ভাবনায় ডিউ ফ্যাক্টর

ভারতে দিন-রাতের খেলাগুলি শুরু হয় বেলা দেড়টা থেকে। শেষ হতে ৯টা বেজে যায়। যা টেলিভিশনে প্রাইম টাইম। বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থা বেশি দর্শক টানতে এই সময়কেই তাই বেছে নেয়। কিন্তু এই সুবিধা দেখতে গিয়ে সমস্যা হয় বিভিন্ন দলের। কেন না, শিশিরে বল ভিজে গেলে অসুবিধায় পড়েন বোলার ও ফিল্ডাররা। যার ফায়দা তুলতে সুবিধা হয় যে দল রান তাড়া করে তাদের। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপেও দেখা গিয়েছিল টস জিতলেই রান তাড়া করার পথে হাঁটতে দেরি করছে না সংশ্লিষ্ট দল।

অশ্বিনের মত

অশ্বিনের মত

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করেছিল। পরে যেহেতু ফিল্ডিং করতে হবে তাই ডিউ ফ্যাক্টর যাতে কোনও বাধা হয়ে না ওঠে সে কারণে ঝোড়োগতিতে রান তুলে ৩৭৩ রান করেছিল ভারত। যাতে নিরাপদ জায়গায় থাকা যায়। তাতেও শ্রীলঙ্কা তিনশোর উপর রান তুলে ফেলেছিল। এই ম্যাচের পরই রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, টস জিতলেই দুই দলের মধ্যে কে কতটা ভালো বা খারাপ তা বোঝার জন্য প্রয়োজনীয় ব্যবধান কমিয়ে দিচ্ছে ডিউ ফ্যাক্টর। ফলে আমার মতামত বা পরামর্শ হলো, বিশ্বকাপের ম্যাচ কোন মাঠে, কোন সময় হচ্ছে তা দেখা। বিশ্বকাপের ম্যাচ সকাল সাড়ে ১১টায় কেন শুরু করা যাবে না? দর্শকরা কি সেই সময় বিশ্বকাপের ম্যাচ গুরুত্ব দিয়ে দেখবেন না?

রোহিতের সায়

রোহিতের সায়

এই প্রসঙ্গে রোহিত শর্মা আজ হায়দরাবাদে জানান, এটা যেহেতু বিশ্বকাপ, ফলে খেলা আগে শুরু করার ভাবনাটা যথেষ্টই ভালো। টস যাতে খেলার ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে না ওঠে সেটা সুনিশ্চিত করা যেতেই পারে। তবে রোহিতের কথায়, আমি খেলা আগে শুরুর পক্ষপাতী। তবে জানি না সেটা হবে কিনা। রোহিত হেসে বলেন, খেলা শুরুর সময় তো সম্প্রচারকারী সংস্থাই ঠিক করে। সকলেই ভালো খেলা দেখতে চান। সেখানে একটা দল নৈশালোকে ডিউ ফ্যাক্টরের ফায়দা তুলতে পরে ব্যাট করছে সেটা কাম্য নয়। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আবারও বলছি, খেলা আগে শুরুর ভাবনাটা যথেষ্টই ভালো।

নিউজিল্যান্ড প্রস্তুত চ্যালেঞ্জ মোকাবিলায়

নিউজিল্যান্ড প্রস্তুত চ্যালেঞ্জ মোকাবিলায়

কাল হায়দরাবাদে ভারত-নিউজিল্যান্ড ওডিআই। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডিউ ফ্যাক্টর থাকে এবং রান তাড়া করা দলই সুবিধা পায়। আজ খুব বেশি শিশির পড়েনি। তবে ভারতীয় দল আজ সন্ধ্যায় নেট সেশনের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন চালিয়ে গিয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, ম্যাচ শুরুর সময় নিয়ে আমি কিছু ভাবিনি। তবে পরের দিকে ফিল্ডিং করতে গেলে বা বল করার সময় অসুবিধা হয়। বল পিচ্ছিল হয়ে যায় শিশিরে। এটা ভারতেই নয়, বিশ্বের সর্বত্র এই ডিউ ফ্যাক্টর থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতির পক্ষেই সওয়াল করেন লাথাম।

English summary
Rohit Is In Favour Of Early Starts At ODI World Cup 2023 Match To Reduce Impact Of Dew Factor. Ravichandran Ashwin Has Suggested To Start Day-Night Match At 11.30am.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X