For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতের ড্রেসিংরুমে কোন বদল আনলেন রোহিত? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সঞ্জু

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম সংস্করণই জিতেছিল ভারত। তারপর থেকে এই খেতাব জিততে পারেনি মেন ইন ব্লু। সব ফরম্যাট মিলিয়ে ২০১১ সালেই ভারত শেষবার বিশ্বকাপ জেতে। ২০১৩ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফির পর আইসিসি ইভেন্টেও জিততে পারেনি। আবার একটা টি ২০ বিশ্বকাপ আসছে। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা।

খারাপ খেলছে না ভারত

আগের বিশ্বকাপে কী হয়েছে তা ভুলে নতুন লক্ষ্যে ঝাঁপাতেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, আমরা বিশ্বকাপে যে ফল আশা করেছিলাম তা হয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমরা এত বছর ধরে খারাপ খেলছি। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে নামার যে কথা বলা হচ্ছে সেটাও মানি না। বিশ্বকাপের একটা ম্যাচ খারাপভাবে হারলেই মনে হয় আমরা খালি ভুলই করে চলেছি, কিছু ক্ষেত্রে চান্স নিচ্ছি না। বিষয়টি তা নয়। বিশ্বকাপের আগে আমরা ৮০ শতাংশ (সঠিকভাবে বললে ৭১ শতাংশ) ম্যাচেই জিতেছি। যদি রক্ষণাত্মক মানসিকতাই থাকতো তাহলে সেটা সম্ভব হতো না। আমরা গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারিনি ঠিকই, কিন্তু ক্রিকেটে এমন হয়েই থাকে। আমরা স্বাধীনভাবে খেলিনি বলেই পারিনি, সেটা বলা সমীচীন নয়। আমরা তখনও যেমন খেলতাম, এখনও তেমনই খেলছি। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আনা হয়নি খেলার ধরনে। তবে ক্রিকেটারদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে বলা হয়েছে। স্বাধীনভাবে খেললে পারফরম্যান্স আসবেই।

সমালোচকদের গুরুত্ব দিচ্ছেন না রোহিত

সমালোচকদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে রোহিত বলেন, বাইরে যাঁরা রয়েছেন তাঁরা ধৈর্য্য ধরুন। যেভাবে আমরা খেলছি তাতেও ব্যর্থতা আসতেই পারে। ফলাফল আমাদের পক্ষে নাও আসতে পারে। কিন্তু তার অর্থ এটা নয় যে ক্রিকেটাররা ভালো নন বা দল ভালো নয়। আমরা নিশ্চিতভাবেই নতুন কিছু করার চেষ্টা করছি। সব সময়ই পরিবর্তনের দরকার পড়ে। আমরাও যেমন পরিবর্তনের পথে হাঁটছি, যাঁরা বাইরে রয়েছেন তাঁরাও নিজেদের চিন্তাভাবনায় বদল আনতে পারেন। উল্লেখ্য, গত মাসে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন ভারত এখন কিছুটা আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ভারতের রান তোলার রেট ওভারপিছু ৯.৪৫, যা চলতি ক্যালেন্ডার ইয়ারে অন্য কারও নেই।

চাপমুক্ত রাখার প্রয়াস

রোহিত শর্মা বলেন, প্রস্তুতি চলাকালীন টেকনিক নিয়ে কথা হতেই পারে। কিন্তু ম্যাচে ক্রিকেটারকে খেলার স্বাধীনতা দিতেই হবে। সতীর্থদের বলেছি তাঁরা যেমন রাজ্য দল বা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন ঠিক সেভাবেই খেলতে। সেখানেও যেমন খুব বেশি চাপ নিতে হয় না, দেশের হয়ে খেলার ক্ষেত্রেও তেমনটাই দরকার। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবে, তবে তা কমানোর দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। সম্ভব হলে একেবারে চাপমুক্ত রাখতে হবে প্রত্যেককে। ফলে এমন পরিবেশ তৈরি করতে চাইছি যেখানে সকলে খোলা মনে এবং নিজের পারফরম্যান্সের কথা চিন্তা না করে স্বাভাবিক খেলা খেলতে পারবেন।

আপটনকে নিয়ে আশাবাদী

আপটনকে নিয়ে আশাবাদী

ভারতীয় দলে মনোবিদ প্যাডি আপটনকে ফিরিয়ে আনা হয়েছে। আপটনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে উপলব্ধি ভারত অধিনায়কের। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর কাজের বিপুল অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেও তিনি। তাঁর বিভিন্ন কৌশল ভারতের পক্ষে ইতিবাচক হবে বলেই বিশ্বাস রোহিতের। দলের অনেকের সঙ্গে আগেও বিভিন্ন দলে আপটন কাজ করেছেন। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখার ক্ষেত্রে আপটনকে নিয়ে আশাবাদী ভারতীয় শিবির।

দলে সঞ্জু

দলে সঞ্জু

বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও টি ২০ দলে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। সেটা বোর্ডের ওয়েবসাইটে আজকের ম্যাচ সংক্রান্ত টিম লিস্টে দেখা যাচ্ছে। সঞ্জু একদিনের সিরিজে হাফ সেঞ্চুরি করেছেন। আারল্যান্ডেও ৭৭ রান করেছিলেন। তার সুবাদেই দলে এলেন। সুযোগ পেলে টি ২০ বিশ্বকাপের দলে থাকার দাবি জোরালো করতে পারবেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। যে টিম লিস্ট বোর্ডের ওয়েবসাইটে রয়েছে তাতে নাম না থাকায় লোকেশ রাহুল চলতি সিরিজে খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

English summary
Rohit Sharma Claims India Did Not Got The Results In World Cups But Not Playing Bad Cricket. Sanju Samson Has Been Added To India's T20I Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X