For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের পাশে বাবর-বাটলার! কোহলিকে নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Google Oneindia Bengali News

বিরাট কোহলির দুঃসময় অব্যাহত। ওয়েস্ট ইন্ডিজের টি ২০ সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। সেটা বিশ্রাম, নাকি খারাপ ফর্মের কারণে বাদ, সেটা বোর্ডের তরফে জানানো হয়নি। কুঁচকির চোট সারিয়ে গতকাল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে বিরাট কামব্যাক করেন। শুরুটা খারাপ না করলেও সেই অফ স্টাম্পের বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। ১৬ রানের বেশি করতে পারেননি। তবে দুঃসময়ে বিরাট পাশে পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

বিরাটকে বাবর-বার্তা

বিরাট কোহলি গতকাল ব্যাট করতে নামেন তৃতীয় ওভারে। প্রথম রানটিই পান দৃষ্টিনন্দন বাউন্ডারি থেকে। ফুলার লেংথের ডেলিভারিকে ব্যাটের মাঝখান দিয়ে খেলে চার পেয়ে যান। এর আগে সাতটি বল তিনি খেলেছিলেন, একটি লেগ বাই পান এবং একটি মেডেন ওভার হয়। ডেভিড উইলির বলে খোঁচা দেওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেলেও সেই একই বোলারের বলে পুরানো ভুল থেকে শিক্ষা না নিয়ে কট বিহাইন্ড হন। বিরাট কোহলির সঙ্গে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে জোর তুলনা চলছে বাবর আজমের। বিরাট কোহলি ফের ব্যর্থ হতে অবশ্য সৌজন্যের বার্তা এসে গেল পাকিস্তান অধিনায়কের কাছ থেকে। শ্রীলঙ্কা সফরে থাকা বাবর টুইটে লেখেন, এই সময়টা কেটে যাবে। শক্ত থাকতে হবে।

কোহলির পাশে রোহিত

কোহলির পাশে রোহিত

রোহিত শর্মা ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর সাংবাদিক বৈঠক করেন। সেখানেও উঠে আসে বিরাট কোহলির খারাপ ফর্মের প্রসঙ্গ। ভারত অধিনায়ক চলতি ইংল্যান্ড সফরে দ্বিতীয়বার বিরাটের পাশে দাঁড়িয়ে বলেন, বিরাট এত বছর ধরে প্রচুর ম্যাচ খেলেছেন। তিনি একজন গ্রেট ব্যাটার, যাঁর কোনও আশ্বাস বা ভরসার দরকার হয় না। আমি আগের সাংবাদিক বৈঠকেও বলেছি, আবারও বলছি, প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারেই এমন সময় আসে। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যিনি এত বছর ধরে এত রান করেছেন, এত ম্যাচ জিতিয়েছেন, ঘুরে দাঁড়াতে তাঁর শুধু দরকার একটা বা দুটো ভালো ইনিংস। এটা আমি মনে করি। আমি নিশ্চিত যাঁরা নিয়মিত ক্রিকেট ফলো করেন, তাঁরাও এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করবেন।

সমালোচকদের পরিসংখ্যান দেখার পরামর্শ

সমালোচকদের পরিসংখ্যান দেখার পরামর্শ

বিরাট অধিনায়ক থাকাকালীন রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলেছে। যদিও দুঃসময়ে রোহিত লাগাতার বিরাটের পাশেই থাকছেন। হিটম্যান আরও বলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার কখন সেই চর্চা চলছে। সব ক্রিকেটারের পারফরম্যান্সেই চড়াই-উতরাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এতে একজন ক্রিকেটারের কোয়ালিটি খারাপ হয় না। এটা আমরা সকলেই মাথায় রাখি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিরাট যা রান করেছেন তা তাঁর ব্যাটিং গড়, শতরানের সংখ্যাই বলে দেবে। বিরাটের অভিজ্ঞতাও বিপুল। তবে প্রত্যেক ক্রিকেটারেরই খারাপ সময় আসে। ব্যক্তিগত জীবনও এর ব্যতিক্রম নয়।

বাটলারও পাশে দাঁড়ালেন বিরাটের

বাটলারও পাশে দাঁড়ালেন বিরাটের

বিরাট কোহলি পাশে পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকেও। তিনি বলেন, বিরাট কোহলিও একজন মানুষ। কয়েকটি ম্যাচে তিনি কম রান করতেই পারেন। একদিনের আন্তর্জাতিকে তাঁকে বিশ্বের সেরা যদি নাও বলা যায় অন্যতম সেরা ক্রিকেটার তো বটেই। এত বছর ধরে তিনি অনবদ্য ব্যাটিং করে আসছেন। সব ব্যাটারের মতো তাঁর কেরিয়ারেও এমন সময় এসেছে যখন কোহলি প্রত্যাশিত রান পাচ্ছেন না। তবে প্রতিপক্ষ দলের একজন অধিনায়ক হিসেবে আমার ধারণা, তাঁর মানের ক্রিকেটারের ব্যাটে শীঘ্রই বড় ইনিংস দেখা যাবে। তবে আমি চাইব না আমাদের বিরুদ্ধে সেটা হোক। রোহিতের মতো বাটলারও কিছুটা অবাক বিরাটের অফ ফর্ম নিয়ে যেভাবে ভারতে সমালোচনার ঝড় উঠেছে। বাটলারের কথায়, এতে আমি কিছুটা অবাকই হয়েছি। বিরাটের জন্য তাঁর রেকর্ডই যথেষ্ট। দেশকে এত ম্যাচে জেতানোর পরেও এত প্রশ্ন কীভাবে উঠছে? উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ ম্যাচটি রবিবার ম্যানচেস্টারে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। বিরাটের দিকে থাকবে সকলের নজর।

বিরাট ব্যাটিং বিপর্যয়ে লর্ডসে হারের ধারা অব্যাহত ভারতের, টপলির ৬ উইকেটে সিরিজ জিইয়ে রাখল ইংল্যান্ডবিরাট ব্যাটিং বিপর্যয়ে লর্ডসে হারের ধারা অব্যাহত ভারতের, টপলির ৬ উইকেটে সিরিজ জিইয়ে রাখল ইংল্যান্ড

English summary
Rohit Sharma Has Backed Virat Kohli For The Second Time In England Tour. Jos Buttler Feels A Big Innings Is Due From VK, Babar Azam Says This Too Shall Pass, Stay Strong.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X