For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হচ্ছেন রজার বিনি, কে বসছেন বোর্ডের কোন পদে?

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি থাকছেন ১৮ অক্টোবর পর্যন্ত। ওইদিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। নির্বাচন হলেও সেদিনই হবে, ফলপ্রকাশও। বোর্ড সভাপতি হিসেবে সৌরভের স্থলাভিষিক্ত হতে চলেছেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি।

বিনি হচ্ছেন সভাপতি

বিনি হচ্ছেন সভাপতি

বোর্ডের শীর্ষকর্তারা গতকালই পৌঁছে গিয়েছেন মুম্বইয়ে। বোর্ডের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে কার নাম কে প্রস্তাব করবেন, কে তাতে সমর্থন জানাবেন সে সবই চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে, রজার বিনিই সভাপতি পদে বসছেন। রাজীব শুক্লা বোর্ডের সহ সভাপতি পদেই আসীন থাকবেন। বোর্ড সচিব থাকবেন জয় শাহ। যুগ্ম সচিবের দায়িত্ব পেতে চলেছেন দেবজিৎ সাইকিয়া। কোষাধ্যক্ষ হতে চলেছেন আশিস শেলার। আইপিএল চেয়ারম্যান হিসেবে ব্রিজেশ প্যাটেলের স্থলাভিষিক্ত হবেন অরুণ সিং ধুমল।

মনোনয়ন জমার প্রস্তুতি

মনোনয়ন জমার প্রস্তুতি

দিল্লির পর মুম্বইয়েও নিজেদের মধ্যে আলোচনা করেছেন দেশের তাবড় ক্রিকেট কর্তারা। আজ ও আগামীকাল মনোনয়ন নেওয়া চলবে। বিসিসিআইয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও শেষ মুহূর্ত অবধি কিছুই বলা যায় না। রজার বিনি-সহ যাঁদের নাম চূড়ান্ত হয়েছে বিভিন্ন পদের জন্য তাঁরা আজই মনোনয়ন জমা দেবেন বলে জানা যাচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেটাররস অ্যাসোসিয়েশনের মাধ্যমে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে আসতে পারেন দিলীপ বেঙ্গসরকার। তবে তাঁর লড়াই পারে আইসিএ সভাপতি অশোক মালহোত্রার সঙ্গে। ভারতের প্রাক্তন অধিনায়ক শুভাঙ্গি কুলকার্নি অ্যাপেক্স কাউন্সিলে শান্তা রঙ্গস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন।

আইসিসিতে মহারাজ?

আইসিসিতে মহারাজ?

বিসিসিআই থেকে আইসিসি বোর্ডে প্রতিনিধিত্ব করে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য ২০ অক্টোবরের মধ্যে নাম পাঠাতে হবে। বিসিসিআইয়ের এজিএম ১৮ তারিখ। বোর্ডের কোন পদে কে আসবেন তা চূড়ান্ত হয়ে গেলেই আইসিসি চেয়ারম্যান পদে বোর্ড কাকে চাইছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এন শ্রীনিবাসন শারীরিক কারণে এই পদে বসতে চান না। দিল্লির বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনিও আইসিসি চেয়ারম্যান পদে লড়াইয়ে থাকতে পারেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ই এই পদে সর্বাধিক গ্রহণযোগ্য। আগামী বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। বিসিসিআই চাইবে ভারতেরই কেউ আইসিসির শীর্ষপদে থাকুন। সৌরভ নিজে অবশ্য বলছেন, আইসিসিতে যাওয়ার বিষয়টি আমার হাতে নেই।

নজরে আইসিএ

নজরে আইসিএ

ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সভাপতি হতে ইচ্ছুক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়। আইসিএ মেম্বার হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে লড়তে রাজি প্রাক্তন টেস্ট ক্রিকেটার যজুবেন্দ্র সিং। মুম্বই ও হায়দরাবাদের প্রাক্তন ব্যাটার বিজয় মোহনরাজ আইপিএল গভর্নিং কাউন্সিলে আইসিএ-র প্রতিনিধি হতে আগ্রহী। আইসিএ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। ইলেকট্রনিক্যালি এই ভোট হবে অক্টোবরের ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্সফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্স

English summary
Roger Binny Will Replace Sourav Ganguly As BCCI President. Arun Dhumal Is Set To Become IPL Chairman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X