For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আবেদন করলেন রবিন সিং, বললেন 'পরিবর্ত প্রয়োজন'

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আবেদন করলেন রবিন সিং, বললেন 'পরিবর্ত প্রয়োজন'

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে নিজেকে অন্তর্ভূক্ত করলেন দেশের প্রাক্তন অল রাউন্ডার রবিন সিং। শুক্রবারই তিনি বিসিসিআই-কে নিজের আবেদন পত্র পাঠিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তিনি মনে করেন, ২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে পরিবর্তন প্রয়োজন।

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আবেদন করলেন রবিন সিং, বললেন পরিবর্ত প্রয়োজন

২০০১ সালে ক্রিকেট খেলা ছাড়েন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রবিন সিং। ২০০৪ থেকে তাঁর কোচিং কেরিয়ার শুরু হয়। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ৫৫ বছরের প্রাক্তন ক্রিকেটার। ভারতের অনূর্ধ্ব ১৯ ও এ দলের হয়েও কোচিং করানোর অভিজ্ঞতা আছে ত্রিনিদাদ ও টোবাগো-জাত প্রাক্তন ক্রিকেটারের। চার বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন রবিন।

তাঁর কোচিংয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় বার্বাডোজ ট্রাইডেন্ট। সেই রবিন সিং-র বক্তব্য, বর্তমান কোচের অধীনে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল হেরেছে ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও ভারত ব্যর্থ বলে জানিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি। এই পরিস্থিতিতে ভারতীয় দলের হেড কোচ পদে পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন রবিন সিং।

বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রবিন সিং। বলেছেন, যে পিচে রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন, সেখানে তিনি কোচ হলে অধিনায়ক বিরাট কোহলিকে চার নম্বরে নামাতেন। তিন নম্বরে মায়াঙ্ক আগরওয়ালকে খেলিয়ে পাঁচ নম্বরে তিনি মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট করতে পাঠাতেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার।

English summary
Robin Singh applies for India's head coach post, says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X