For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rishabh Pant: ঋষভ পন্থকে পূর্ণ সহযোগিতার আশ্বাস বিসিসিআইয়ের, দেখুন কীভাবে ঘটল দুর্ঘটনা

Google Oneindia Bengali News

ঋষভ পন্থ আজ ভোরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার সময় ডিভাইডারে সজোরে ধাক্কা মারে পন্থের গাড়ি। উল্টে গিয়ে আগুন ধরে যায়। গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসন পন্থ। তাঁকে উদ্ধারে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় মানুষ।

পন্থ দুর্ঘটনার কবলে

দুর্ঘটনার কিছু পরেই ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, পন্থ এখন বিপন্মুক্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন ভিভিএস। রিহ্যাবের জন্য পন্থকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যেতে বলা হয়েছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা। মাথা, পিঠ, হাঁটু ও শিনে তাঁর আঘাত রয়েছে।ঋষভ বাংলাদেশে দুটি টেস্টে খেলে দুবাইয়ে গিয়েছিলেন। সেখানে মহেন্দ্র সিং ধোনি ও তাঁর পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল ঋষভকে। ইংরেজির নতুন বছরের সূচনা পরিবারের সঙ্গে কাটিয়ে তাঁর বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল।

স্ক্যান হয়েছে

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ঋষভ পন্থের চিকিৎসা চলছে। তাঁর পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। ঋষভের স্ক্যান হয়েছে। অবস্থা স্থিতিশীল। জয় শাহ আরও জানান, ঋষভের শারীরিক অবস্থার দিকে সর্বক্ষণ নজর রাখা হয়েছে। বিসিসিআই সবরকম সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত।

সিসিটিভি ফুটেজ

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুর্ঘটনার সময়কার ছবি ও ভিডিও। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, গাড়িতে আর কেউ ছিলেন না। পন্থই গাড়ি চালাচ্ছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার। তার ফলেই নিয়ন্ত্রণ হারান। ঋষভ মার্সিডিজ-এএমজি জিএলই ৪৩ কাপল গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি চলছিল প্রচণ্ড গতিতে। রুরকির কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার যেহেতু আগুন ধরে গিয়েছিল, তাতে পন্থের শরীরের কিছুটা অংশ পুড়েও গিয়েছে। যদিও তা নিয়ে চিন্তা নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

অল্পের জন্য প্রাণরক্ষা

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা স্বাভাবিকভাবেই প্রথমে বুঝতে পারেননি গাড়িতে পন্থ রয়েছেন। গাড়িটি উল্টে যেতেই তাঁরা ছুটে যান। গাড়িটি উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। কোনওরকমে গাড়ি থেকে ঋষভ বেরিয়ে আসতে পারেন। নাহলে পরিস্থিতি খারাপ হতে পারতো। প্রত্যক্ষদর্শীরা কাছে গিয়ে দেখেন যাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে তিনি আর কেউ নন ভারতীয় দলের উইকেটকিপার তথা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। মা-সহ পরিবারের সঙ্গে ইংরেজি নতুন বছরের সূচনা মুহূর্ত কাটানোর পরিকল্পনা ছিল পন্থের। যদিও আপাতত সেই সময়টা তাঁকে কাটাতে হবে হাসপাতালেই। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

English summary
Rishabh Pant Will Be Provided All The Necessary Support, Confirms BCCI President Jay Shah. CCTV Footage Of The Accident Goes Viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X