For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থকে লিগামেন্টের চিকিৎসার জন্য পাঠানো হতে পারে বিদেশে, কেমন আছেন ভারতীয় তারকা?

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থ গতকাল ভোরে উত্তরাখণ্ডের রুরকির কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। তিনি আপাতত ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর ম্যাক্স হাসপাতালে। যদিও সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বিসিসিআই পন্থকে মুম্বইয়ে পাঠানোর বন্দোবস্ত করছে। এমনকী পাঠানো হতে পারে বিদেশেও।

মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই রিপোর্ট স্বাভাবিক

মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই রিপোর্ট স্বাভাবিক

গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর পন্থের কপাল, পিঠ-সহ শরীরের যে নানা জায়গায় চোট-আঘাত লেগেছিল তার চিকিৎসা চলাকালীন প্লাস্টিক সার্জারিও হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ডের যে এমআরআই স্ক্যান হয়েছিল তার রিপোর্ট স্বাভাবিক। যন্ত্রণা ও ফোলাভাব থাকায় গতকাল অবশ্য পন্থের গোড়ালি ও হাঁটুর এমআরআই স্ক্যান করা যায়নি। তা আজ হতে পারে। এই রিপোর্ট এলে বোঝা যেতে পারে পন্থের মাঠে প্রত্যাবর্তনের জন্য কতটা সময় লাগবে।

লিগামেন্ট ছিঁড়েছে

লিগামেন্ট ছিঁড়েছে

চিকিৎসকরা নিশ্চিত, পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালির কাছে লিগামেন্টে চোট রয়েছে। তা যাতে আরও খারাপ পরিস্থিতিতে না পৌঁছয় সেজন্য স্প্লিন্টেজের মাধ্যমে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। পন্থের অবস্থা স্থিতিশীল, সজ্ঞানেই আছেন। ডিভাইডারে ধাক্কা লেগে পন্থের মার্সিডিজ গাড়ি কয়েকবার পাল্টি মারে, ঘষটাতে ঘষটাতে কিছু দূরে চলে যায়। তারপর গাড়িতে আগুনও লেগে গিয়েছিল। এর ফলে পন্থের ডান হাত, পা, কপাল ও পিঠে বেশ খানিকটা জায়গা ঘর্ষণের ফলে ছড়ে গিয়েছে। তারও চিকিৎসা চলছে। তবে এই আঘাত গুরুতর কিছু নয়।

মুম্বই কিংবা বিদেশে চিকিৎসা

মুম্বই কিংবা বিদেশে চিকিৎসা

এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পন্থের পরিবার ও দেরাদুনের হাসপাতালের চিকিৎসকদের জানানো হয়েছে, লিগামেন্টের চোটের চিকিৎসা হবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই। অবজারভেশনে রাখার পর পন্থকে দেরাদুনের হাসপাতাল থেকে ছাড়া হলেই তাঁকে নিয়ে যাওয়া হবে মুম্বইয়ে। সেখানেই পরিস্থিতি দেখে ঠিক হবে কোন পথে চিকিৎসা চলবে। বিদেশেও চিকিৎসার বন্দোবস্ত করানোর বিকল্প খোলা রাখা হচ্ছে।

অনিশ্চিত আইপিএলেও?

অনিশ্চিত আইপিএলেও?

বিসিসিআই পন্থকে আগে থেকেই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলাবে না বলে ঠিক করেছিল। পন্থের সামান্য চোট-আঘাত ছিল। হাঁটুর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় রিহ্যাবের জন্য জানুয়ারির ৬ তারিখ পন্থকে বেঙ্গালুরুর এনসিএতে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার কারণে সেই চোট-আঘাত অনেকটাই বেড়ে গিয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চেয়েছিল পন্থ রিহ্যাব সেরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ফ্রেশ থেকে নামুন। টেস্ট সিরিজের পর ওডিআই সিরিজে খেলানোর পরিকল্পনা ছিল আইপিএলের আগে। এখন যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, আইপিএলেও পন্থের মাঠে নামার বিষয়টি নির্ভর করবে মিরাকলের উপরেই।

English summary
Rishabh Pant's Brain And Spine MRI Scan Reports Normal. Ligament Tear Will Be Treated By BCCI Medical Team In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X