For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Sri Lanka: ঋষভের আগ্রাসী ব্যাটিং দলের সম্পদ, মনে করেন ভারতীয় দলের এই তারকা

ঋষভের আগ্রাসী ব্যাটিং দলের সম্পদ, মনে করেন ভারতীয় দলের এই তারকা

Google Oneindia Bengali News

ঋষভ পন্থের আগ্রাসী ব্যাটিং ভারতীয় দলের জন্য আশীর্বাদের স্বরূপ মনে করেন জাতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। রবিবার পন্থের অর্ধ-শতরানের উপর ভর করে শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের টার্গেট রাখে ভারত।

India vs Sri Lanka: ঋষভের আগ্রাসী ব্যাটিং দলের সম্পদ, মনে করেন ভারতীয় দলের এই তারকা

দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন ২৮ বলে অর্ধ-শতরান পূর্ণ করার ফলে ভারতীয় টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে হিসেবে টেস্টে ৫০ রান করার নজির রাখেন ঋষভ। তিনি ছাপিয়ে যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে। ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধ-শতরান করেছিলেন কপিল। ঋষভের পারফরম্যান্সের প্রশংসা করে বুমরাহ বলেন, "প্রত্যেকে এমনটা খেলতে পারে না। প্রত্যেকের আলাদা গেম প্ল্যান থাকে। তাই নিজের শক্তির উপরই নির্ভর করেছে ঋষভ।"

বুমরাহের জানিয়েছেন যত দিন যাচ্ছে তত বেশি অভিজ্ঞ হয়ে উঠছেন পন্থ। ভারতীয় দলের পেসারের কথায়, "দলের প্রত্যেক ক্রিকেটার একই টেম্পোয় খেলবে এমনটা নয়, আমরা সেটা বুঝি। যতদিন যাচ্ছে আরও বেশি অভিজ্ঞ হয়ে উঠছে ঋষভ এবং আরও বেশি খেলাটাকে নিজের আয়েত্তে নিয়ে আসছে। ওর আক্রমণাত্মক (মানসিকতা) দলের জন্য কার্যকরী।"

এই টেস্টে ভারতীয় দলকে কমান্ডিং পজিশনে রাখার ক্ষেত্রে বুমরাহের অবদানও রয়েছেন অনেকটা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন জসপ্রীত। ঘরের মাঠে এটাই তাঁর প্রথম এক ইনিংসে পাঁচ উইকেট। নিজের এই সাফল্যের বিষয়ে বুমরাহ বলেন, "তিন ফরম্যাটে খেলতে গেলে ফিটনেসের দিকে খেয়াল রাখতে হয় এবং সেই জন্য ঘরের মাঠে অনেক টেস্টও মিস করতে হয়। ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়া অবশ্যই একটা দারুণ অনুভূতি। দলের সাফল্যে অবদান রাখতে পারার অনুভূতি সব সময়েই আনন্দদায়ক।"

মোহালির পর বেঙ্গালুরুর স্পিন সহায়ক পিচে শ্রীলঙ্কাকে স্বাগত জানিয়েছে ভারত। উপমহাদেশীয় দেশ হলেও ভারতীয় স্পিন বেশ বিপাকে ফেলেছে শ্রীলঙ্কাকে। তবে, পিচ সম্পর্কে কারোর কোনও অভিযোক থাকতে পারে বলে মনে করেন না বুমরাহ। বরং তাঁর বিশ্বাস এই পিচে খেলতে পারলে তা অনেক বেশি তৃপ্তি দেবে ক্রিকেটারদের। তাঁর কথায়, "(এই পিচ নিয়ে) কেউ কোনও অভিযোগ করেনি। বিভিন্ন পরিস্থিতিতে খেলতে হয়, সব উইকেট সমান হবে না। যেই উইকেটে বোলারদের জন্য সুবিধা থাকবে, সেই উইকেটে রান পেলে (ব্যাটসম্যান হিসেবে) অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যায়।"

দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার রান ২৮/১। জয়ের জন্য লঙ্কা বাহিনীর প্রয়োজন ৪১৯ রান। অপর দিকে, ভারতের প্রয়োজন ৯ উইকেট।

English summary
Vice Captain of Team India Jasprit Bumrah Said Rishabh Pant backs his strength and that is the positive sign. He also feels Pant’s aggressive game is a positive sign for the India cricket team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X