ছেলে বিশ্বকাপে সুযোগ পেতে মন্দিরে ছুটেছিলেন পন্থের মা, চাহাল শোয়ে জানা গেল অজানা কাহিনি
বিশ্বকাপে অপ্রত্যাশিত সুযোগ! অস্ট্রেলিয়া ম্যাচে বুড়ো আঙুলে চোট পাওয়ায় শিখরের ব্যাক আপ হিসেবে ইংল্যান্ডে ডেকে পাঠানো হয়েছিল ঋষভ পন্থকে। খবরটা প্রথম শুনেই মাকে জানিয়েছিলেন পন্থ। তারপর কী হল? ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের জনপ্রিয় শো চাহাল টিভিতে এসে সেই অজানা কাহিনি শোনালেন নীল জার্সির তরুণ তুর্কি।

চাহালের ইন্টারভিউয়ে পন্থ বলেন, ' শিখর ভাই চোট পেতে আমায় ব্যাক আপ হিসেবে ডেকে পাঠানো হয়েছিল। খবরটা শুনে শিখর ভাইয়ের জন্য খারাপ লাগছিল। এরপর ইংল্য়ান্ডে উড়ে যাওযার সুযোগের খবরটা প্রথমে মাকে জানালাম। শুনেই তড়িঘড়ি মন্দিরে পুজো দিতে ছুটেছিলেন তিনি।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">MUST WATCH: <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a>'s latest inclusion in the side <a href="https://twitter.com/RishabPant777?ref_src=twsrc%5Etfw">@RishabPant777</a> is elated post his selection in the squad & wants to win games for India <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> <br><br>Our latest guest on Chahal TV - Rishabh Pant - by <a href="https://twitter.com/RajalArora?ref_src=twsrc%5Etfw">@RajalArora</a> <a href="https://twitter.com/yuzi_chahal?ref_src=twsrc%5Etfw">@yuzi_chahal</a> 📺📺<br><br>Full video link ➡️➡️ <a href="https://t.co/NQe8ykrrDK">https://t.co/NQe8ykrrDK</a> <a href="https://t.co/4ITWO5xa5z">pic.twitter.com/4ITWO5xa5z</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1142039461418524672?ref_src=twsrc%5Etfw">June 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রাক্তনরা পন্থকে বিশ্বকাপের দলে দেখার পক্ষে মতামত দিলেও শুরুতে তাঁকে বাদ দিয়েই দল তৈরি করেছিলেন নির্বাচকরা। দস্তানা হাতে দীনেশের অভিজ্ঞতা বেশি বলেই নির্বাচকদের বিচারে পন্থের বদলে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন কার্তিক। বিশ্বকাপে সুযোগ হারানোয় তখন কি ভেঙ্গে পড়েছিলেন পন্থ? চাহাল টিভির শোয়ে এসে সেই প্রশ্নেও উত্তর দিলেন ঋষভ।
পন্থ বলেন, 'বিশ্বকাপে সুযোগ না পেয়ে নতুন করে লড়াই শুরু করি। পসিটিভ থেকে নিজের খামতি গুলো মেটানোর চেষ্টা শুরু করি। প্রাথমিক কাজ ছিল, আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে রান করা। এরপর প্রস্তুতিতে আরও জোর দিয়েছিলাম।' সঙ্গে তিনি আরও জুড়েছেন,'ছোটবেলা থেকেই দেশের হয়ে বিশ্বকাপ খেলা কোনও ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। সেই সুযোগটা এসে পড়ায় এবার নিজেকে উজাড় করে দিতে চাই।'