For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবস স্পেশাল! আইডল ধোনির সঙ্গে পুনর্মিলন অজি বধের নায়ক পন্থের

প্রজাতন্ত্র দিবস স্পেশাল! আইডল ধোনির সঙ্গে পুনর্মিলন অজি বধের নায়ক পন্থের

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট প্রেমীরা যতই এমএস ধোনির সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করুন, দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়কই যে তাঁর আইডল, তা ফের বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ। ৭২তম প্রজাতন্ত্র দিবসে সেই গুরু এবং শিষ্যের পুনর্মিলন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। ভাইরাল তথা জনপ্রিয় হয়েছে ছবি।

ছবি পোস্ট করলেন সাক্ষী

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী সিং। যে ছবিতে ২০১১-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে অজিভূমে টেস্ট জয়ের নায়ক ঋষভ পন্থকে দেখা যাচ্ছে। ছবিতে রয়েছে সাক্ষী সিং ধোনি নিজেও।

গুরু-শিষ্যের পুনর্মিলন

গুরু-শিষ্যের পুনর্মিলন

ক্রিকেট প্রেমীরা যতই এমএস ধোনির সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করুন, দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়কই যে তাঁর আইডল, তা ফের বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফর সেরে দেশের ফেরার কিছুদিন পর গুরুর কাছে ছুটে গিয়ে সুখ-দুঃখের গল্প করেছেন শিষ্য। ঠিক কী কথা হয়েছে দুই তারকার মধ্যে, তা অবশ্য জানা যায়নি। তবে ধোনি-পত্নী সাক্ষী সিংয়ের পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবেগতাড়িত হয়ে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।

গাব্বা টেস্টে পন্থ

গাব্বা টেস্টে পন্থ

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের মূল্যবান ইনিংস খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্টেও জ্বলে উঠেছিল ঋষভ পন্থের ব্যাট। চতুর্থ ইনিংসে ৮৯ রান করে অপরাজিত থাকাই শুধু নয়, দলকে ম্যাচ এবং সিরিজ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্থের রান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্থের রান

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ফলে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত। এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঋষভ পন্থ। সিরিজে তিন ম্যাচ খেলে ২৭৪ রান করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। যদিও উইকেটের পিছনে দস্তানা হাতে দাঁড়িয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পন্থ।

ইস্টবেঙ্গল বনাম ইনভেস্টার জট কাটাতে এবার আসরে নামছে এফএসডিএলইস্টবেঙ্গল বনাম ইনভেস্টার জট কাটাতে এবার আসরে নামছে এফএসডিএল

English summary
Rishabh Pant reunites with MS Dhoni after successful Border-Gavaskar Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X