For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে যোগ দিলেন করোনা-মুক্ত ঋষভ, পন্থের সংক্রমণ নিয়ে সামনে অন্য কারণ

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে কিছুটা স্বস্তি। ভারতীয় দল কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ খেলছে ডারহামের চেস্টার-লে-স্ট্রিটে আজই তার শেষ দিন। আজ ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে। এরই মধ্যে গোটা শিবিরকে স্বস্তি দিলেন ঋষভ পন্থ।

ভারতীয় শিবিরে পন্থ

গত ৮ জুলাই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল ঋষভ পন্থের। মৃদু উপসর্গ ছিল। সাউথহলে এক পরিচিতের বাড়িতেই আইসোলেশনে ছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। আইসোলেশনের মেয়াদ শেষে ১৮ জুলাই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় ডারহামের প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি। উইকেটকিপিং করার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছেন লোকেশ রাহুল। এরপর গতকালই দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন করোনা-মুক্ত পন্থ। তার আগে তাঁকে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয়েছে, দুটি আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের অপেক্ষায় থাকতে হয়েছে এবং প্রয়োজনীয় কার্ডিও চেক-আপ সেরে টিম হোটেলে চেক-ইন করলেন পন্থ।

সংক্রমণের অন্য কারণ

সংক্রমণের অন্য কারণ

প্রথমে মনে করা হচ্ছিল, মাস্কবিহীন অবস্থায় ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েই ডেল্টা-৩ প্রজাতির ভাইরাসে আক্রান্ত হন ঋষভ পন্থ। কিন্তু ভারতীয় শিবির সূত্রে এখন জানা যাচ্ছে অন্য কারণ। দাঁতে ব্যথার কারণে এক দন্ত চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তারপরই করোনা আক্রান্ত হন পন্থ। ভারতীয় দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর যে ২০ দিনের ছুটিতে ছিল তখনই ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট দয়ানন্দ গরানির করোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁর সংস্পর্শে আসায় ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও বোলিং কোচ ভরত অরুণও লন্ডনে আইসোলেশনে রয়েছেন। ২৪ তারিখ অবধি তাঁদের আইসোলেশনে থাকতে হবে বলে জানা গিয়েছে।

গিল দেশে

গিল দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের প্রথম টেস্ট শুরু ট্রেন্টব্রিজে ৪ অগাস্ট থেকে। তার আগে পন্থ চলে আসায় ভারতীয় শিবিরে স্বস্তি এল। এরই মধ্যে দেশে ফিরে এসেছেন শুভমান গিল। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেই দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইঙ্গিত মিলেছে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন পেসার আবেশ খানও। হনুমা বিহারীর ড্রাইভ রুখতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এর ফলে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকেই গিয়েছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকা আবেশ।

English summary
Rishabh Pant Recovers From COVID-19 Infection And Joins Indian Team Bio Bubble. Pant Might Have Picked Up The Delta 3 Variant While Visiting A Dentist For A Toothache Problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X