For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের আরও একবার অস্ত্রোপচার হবে, এই বছর মাঠে নামা নিয়েই দেখা দিল সংশয়

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থ দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকিতে যাওয়ার পথে ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছে মুম্বইয়ে। হাঁটুর তিনটি লিগামেন্টই ছিঁড়েছে। আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্পানি হাসপাতালে স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান ও অর্থোস্কপি ও শোল্ডার সার্ভিসের ডিরেক্টর ডা. দীনশ পার্ডিওয়ালা ও তাঁর টিম দুই ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন চালিয়ে পন্থের দুটি লিগামেন্ট ঠিক করেছেন। বাকি লিগামেন্টটি পূর্বাবস্থায় ফেরাতে ছয় সপ্তাহ পর আরও একটি অস্ত্রোপচার হবে।

ঋষভ পন্থের লিগামেন্টে একাধিক অস্ত্রোপচার

ঋষভ পন্থের লিগামেন্টে একাধিক অস্ত্রোপচার

এই অবস্থায় ঋষভ পন্থ আইপিএলেও খেলতে পারবেন না। এমনকী দেশের মাটিতে বিশ্বকাপের আগেও সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে। ক্রিকইনফোর দাবি, চলতি বছরের বেশিরভাগ সময়টাই পন্থকে মাঠের বাইরে কাটাতে হবে। অক্টোবর-নভেম্বর ভারতেই হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পন্থ খেলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবেন, এমন নিশ্চয়তা কেউই দিচ্ছেন না। হাঁটচলা ও স্থায়িত্বের জন্য যে দুটি লিগামেন্ট খুব গুরুত্বপূর্ণ সেই দুটিই অপারেশন করে ঠিকঠাক করার চেষ্টা হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুই লিগামেন্ট হলো- posterior cruciate ligament এবং medial collateral ligament। anterior cruciate ligament-এর অপারেশন পরে হবে।

অন্তত ৬ মাস মাঠের বাইরেই

অন্তত ৬ মাস মাঠের বাইরেই

মনে করা হচ্ছে, পন্থকে অন্তত ৬ মাস বাইরেই থাকতে হবে। সেই সময়সীমা বাড়লেই সমস্যা। তিনি কবে থেকে ট্রেনিং শুরু করতে পারবেন তাও এখনও বলা যাচ্ছে না। মিড ডে-র প্রতিবেদনে উল্লেখ, অপারেশনের চারদিন পর পন্থ বিছানা থেকে ওঠার চেষ্টা করেছেন এবং সাপোর্ট নিয়ে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছেন। আপাতত সপ্তাহখানেক তাঁকে হাসপাতালে থাকতে হবে। ওয়াকারে ভর দিয়ে তিনি হাঁটা শুরু করবে। রিহ্যাবের বিষয়ে বিস্তারিত পরামর্শও দেবেন চিকিৎসকরা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পন্থের নামার প্রশ্নই নেই।

১ বছরও লাগতে পারে ফিট হতে

১ বছরও লাগতে পারে ফিট হতে

নানাবতী ম্যাক্স হাসপাতালের কনসালট্যান্ট অর্থোপেডিক ও স্পোর্টস শল্যচিকিৎসক ডা. গৌতম তাওয়ারি বলেছেন, ছিঁড়ে যাওয়া লিগামেন্ট অপারেশনের মাধ্যমে জুড়ে দিলে সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। এরপর পা স্বাভাবিক করার প্রক্রিয়া চলতে পারে আরও ২-৩ মাস। সাড়ে চার মাসের মধ্যে অনেকটাই স্বাভাবিক হতে পারে পরিস্থিতি, তবে তা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় নেমে পড়ার জন্য যথেষ্ট নয়। পেশীকে সচল রাখার প্রক্রিয়া অনেকদিন ধরে চালিয়ে যেতে হবে রিহ্যাবের মাধ্যমে। স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের কনসালট্যান্ট স্পোর্টস অ্যান্ড মাসকিউলোল্কেলিটাল ফিজিওথেরাপিস্ট ডা. চন্দন পোদ্দার বলেন, গ্রেড ১ ইনজুরির ক্ষেত্রে চার থেকে ৬ সপ্তাহ, গ্রেড ডু ইনজুরির ক্ষেত্রে ১২ থেকে ১৬ সপ্তাহ লাগে সেরে উঠতে। তবে সব কটি লিগামেন্ট ছিঁড়ে গেলে পুরোপুরিভাবে সেরে উঠতে ৯ মাস থেকে ১ বছর লেগে যাবে। সেরে উঠতে রিহ্যাবের গুরুত্বও অপরিসীম।

পন্থের বিকল্পের সন্ধান

পন্থের বিকল্পের সন্ধান

ইতিমধ্যেই পন্থের পরিবর্ত হিসেবে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন ঈশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও তাঁরা দুজনেই রয়েছেন। পন্থ ছিটকে যাওয়ায় তাঁর বিকল্প খোঁজার পাশাপাশি নতুন অধিনায়ক বেছে নিতে হবে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসকে।

English summary
Rishabh Pant Is Unlikely To Play Any Cricket For Most Of 2023. Post Surgery On Day 4, Pant Got Up From Bed And With Support Stood For A Few Seconds.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X