For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যার ভিভকে টপকে ক্রিকেট ইতিহাসে জায়গা পন্থের! কী এমন করলেন ভারতীয় উইকেটরক্ষক?

স্যার ভিভকে টপকে ক্রিকেট ইতিহাসে জায়গা পন্থের! কী এমন করলেন ভারতীয় উইকেটরক্ষক?

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও রান মেশিন বিরাট কোহলি যা পারেননি, তা-ই করে দেখালেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এক অনবদ্য মাইলফলক স্থাপন করেছেন ঋষভ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় নতুন রেকর্ড বপন করলেন তরুণ পন্থ।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান

প্রথম ভারতীয় ব্যাটসম্যান

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর ৯টি টেস্ট ইনিংসে ২৫ ও তার বেশি রান করেছেন ঋষভ পন্থ। তাঁর এই নজির দেখে ঈর্ষান্বিত হতে পারেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি কিংবা এ প্রজন্মের বিরাট কোহলি। কারণ কেউই পন্থের রেকর্ডের ধারেকাছেও নেই।

স্যার ভিভকে টপকে গেলেন পন্থ

স্যার ভিভকে টপকে গেলেন পন্থ

এর আগে অস্ট্রেলিয়ার মাটি পরপর আটটি টেস্ট ইনিংসে ২৫ ও তর বেশি রান করার নজির ছিল স্যার ভিভিয়ান রিচার্ডসের ঝুলিতে। একই ক্লাবে সামিল ছিলেন ইংল্যান্ডের ওয়লি হ্যামন্ড ও ভারতের রুশি সুরতির মতো ক্রিকেটাররা। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রানের ইনিংস খেলে তাঁদেরল টপকে গিয়েছেন ঋষভ পন্থ।

পরপর ৯ ইনিংস

পরপর ৯ ইনিংস

ঋদ্ধিমান সাহা চোট পেয়ে গেলে ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। ওই সিরিজে ব্যাট হাতে কামাল করেছিলেন ভারতের তরুণ ক্রিকেটার। যদিও চলতি অজি সফরে মুখ থুবড়ে পড়েছে ঋষভের ব্যাট। উইকেটরক্ষকের দস্তানা হাতেও সফল নন তরুণ ক্রিকেটার। সিডনি টেস্ট বাদ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর আট ইনিংসে যথাক্রমে ২৫, ২৮, ৩৬, ৩০, ৩৯, ৩৩, অপরাজিত ১৫৯ ও ২৯ রান করেছিলেন পন্থ।

ঋষভ পন্থের টেস্ট কেরিয়ার

ঋষভ পন্থের টেস্ট কেরিয়ার

সিডনি টেস্টের আগে পর্যন্ত ভারতের হয়ে ১৪টি ম্যাচ খেলে ৮৪৩ রান করেছেন ঋষভ পন্থ। দুটি শতরান সামিল রয়েছে। টেস্টে ঋষভের সর্বোচ্চ স্কোর ১৫৯।

English summary
Rishabh Pant is first visiting batsman in Australia to score over 25 runs in nine consecutive innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X