For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের দায়িত্বশীল শতরান সিরিজ নির্ণায়ক টেস্টে! ভারত কি ব্রিসবেন ফেরাবে কেপ টাউনে? উচ্ছ্বসিত ক্রিকেট মহল

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত বছর জানুয়ারিতে ডাউন আন্ডারে সিরিজ জিতে ফিরেছিল ভারত। সেই টেস্টে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেছিলেন ঋষভ পন্থ। আজ কেপ টাউনে দায়িত্বশীল ঋষভ পন্থের শতরানও দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথমবার সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করল। সতীর্থদের ব্যর্থতা ঢেকে ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন ঋষভ পন্থ। শতরান পূর্ণ করলেন ১৩৩ বলে।

চাপের মুখে স্মরণীয় ইনিংস

ঋষভ পন্থ এদিন যখন ব্যাট করতে নামেন ভারত তখন দিনের প্রথম দুই ওভারে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে হারিয়েছে। এরপর ঋষভ পন্থ বিরাট কোহলির সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপই গড়লেন না, সেই জুটি গড়তে দাপটও দেখালেন। প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে বিরাট ও পন্থ যোগ করলেন ৯৪ রান। লো স্কোরিং ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে ওঠা এই রান গুরুত্বপূর্ণ হতেই পারে। এই ৯৪ রানের মধ্যে কোহলির অবদান ১০৩ বলে ১৫, পন্থের ৭৬ বলে ৭১।

নিজেকে শুধরেই শতরান

জোহানেসবার্গ টেস্টে ঋষভ পন্থ দলের প্রয়োজনের মুহূর্তেও খারাপ শট খেলে আউট হয়েছিলেন। সুনীল গাভাসকর, গৌতম গম্ভীর-সহ অনেকেই সমালোচনা করেন। পন্থের সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথা বলে। তারপর এদিনের পন্থের ইনিংসকে অবিশ্বাস্য বলে অভিহিত করেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, যেখানে বাকি ব্যাটাররা কীভাবে বল সামলাবেন সেই উপায় খুঁজছেন সেখানে পন্থ অবলীলায় ব্যাটিং চালিয়ে গেলেন।

দায়িত্বশীল ব্যাটিং

টেল এন্ডারদের নিয়েও দলের লিড বাড়াতে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে গেলেন পন্থ। তাঁর ইনিংস দেখে শতরানের আগেই বীরেন্দ্র শেহওয়াগ লেখেন, পন্থ টেস্টে ম্যাচ উইনারদের মধ্যে অন্যতম। তাঁকে মুক্তমনে খেলতে দেওয়া হোক। লোকেশ রাহুলের ১০ ও বিরাট কোহলির ২৯ ছাড়া যেখানে ভারতের অন্য ব্যাটার কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি সেখানে পন্থ শতরান করে একার কাঁধে দলকে এগিয়ে নিয়ে গেলেন।

উচ্ছ্বসিত প্রাক্তনরা

গুরুত্বপূর্ণ মুহূর্তে পন্থের ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিত শর্মা থেকে সুরেশ রায়না, প্রজ্ঞান ওঝারা। ভিভিএস লক্ষ্মণের মতে, পন্থ এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে শতরান পেয়েছেন। তবে কাউন্টার অ্যাটাকিং ইনিংস অন্যতম সেরা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। পন্থের এই ইনিংসই ভারতকে ম্যাচে রেখেছে।

English summary
Rishabh Pant Hits 4th Test Hundred 1st Against SA To Put India In Commanding Position In Cape Town. This Is His Third Test Hundred Abroad, Pant Gets His Hundred In 133 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X