For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি ঋষভ পন্থ, প্রস্তুতি ম্যাচ নিয়ে পরিকল্পনা বদল বিরাটদের

Google Oneindia Bengali News

কাল থেকে ডারহামে সিলেক্ট কাউন্টি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে থেকে বিরাট কোহলিরা কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার দাবি জানিয়ে আসছিলেন। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। বিসিসিআইয়ের প্রচেষ্টায় অবশেষে কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে গঠিত দলের বিরুদ্ধে বিরাটদের জন্য প্রথম শ্রেণির একটি ম্যাচের ব্যবস্থা করেছে ইসিবি।

শিবিরের বাইরেই পন্থ

শিবিরের বাইরেই পন্থ

গত ৮ জুলাই করোনা ধরা পড়েছিল ঋষভ পন্থের। উপসর্গহীন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লন্ডনে এক পরিচিতর বাড়িতে আইসোলেশনে ছিলেন। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ১৮ জুলাই। কিন্তু এখনও তিনি দলের সঙ্গে কেন যোগ দেননি বা চিকিৎসকরা তাঁকে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ফলে প্রথম শ্রেণির ম্যাচটিতে তাঁকে ছাড়াই নামবে ভারত। ভারতীয় শিবির সূত্রে খবর, পন্থ সুস্থ হয়ে এলেও এই ম্যাচ খেলতেন কিনা তার গ্যারান্টি ছিল না। সম্পূর্ণ ফিট হয়ে তবেই তাঁকে অনুশীলনে নামানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

উইকেটের পিছনে রাহুল

তবে ৪ অগাস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে পন্থ ও ঋদ্ধিমান সাহা দুজনকেই পাওয়া যাবে। সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানির করোনা ধরা পড়ায় তাঁর সংস্পর্শে আসা ঋদ্ধি, অভিমন্যু ঈশ্বরণ ও বোলিং কোচ ভরত অরুণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লন্ডনে আইসোলেশনে আছেন। এই পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে লোকেশ রাহুলকে।

রাহুল-ময়াঙ্ক প্রথম একাদশে

কর্নাটক তথা পাঞ্জাব কিংসের ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের ফর্ম দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। শুভমান গিল ছিটকে গিয়েছেন। ফলে ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গী হওয়ার ব্যাপারে এগিয়ে ময়াঙ্কই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো রান পেলেও অস্ট্রেলিয়া সফরে সুবিধা করতে না পেরে বাদ পড়েন, তাঁর জায়গা নেন রোহিত শর্মা। লোকেশ রাহুল আবার ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন, এমনকী এতদিন অবধি মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৯-২০ মরশুমে বাংলার বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে। তবে রাহুলকে মিডল অর্ডারেই দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এমনকী অজিঙ্ক রাহানে যদি ফর্মে না থাকেন তাঁর জায়গাটি টেস্ট দলে রাহুল নিতে পারেন বলে মনে করা হচ্ছে। তিন দিনের প্রস্তুতি ম্যাচে দুটি ইনিংস পাওয়ার খুব বেশি সম্ভাবনা না থাকলেও তা যদি পাওয়া যায় তবে দুবারই রাহুল ও ময়াঙ্ককে দেখে নেওয়া হবে।

নজরে বুমরাহ, সিরাজ

ভারতীয় শিবির বোলিং বিভাগে নজর রাখবে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের দিকে। বুমরাহ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ছিলেন না। সিরাজ প্রথম একাদশেই ছিলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে এই দুজন কেমন ফর্মে থাকেন সেটার উপর নির্ভর করবে প্রথম টেস্টের বোলিং কম্বিনেশন। রবিচন্দ্রন অশ্বিন সারের হয়ে খেলে সাত উইকেট পেয়ে ছন্দেই রয়েছেন। সিলেক্ট কাউন্টি একাদশের বিরুদ্ধে ম্য়াচটি হবে ক্লোজড ডোর। উইল রোডসের নেতৃত্বাধীন দলে টেস্ট খেলা ক্রিকেটার বলতে রয়েছেন হাসিব হামিদ ও জেমস ব্রেসি।

English summary
Virat Kohli-Led India Will Be Up Against Select County Eleven In A Practice Match Ahead Of England Test Series. Rishabh Pant Have Not Joined The Camp In Durham As Rahul To Keep And Mayank Will Get A Chance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X