For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rishabh Pant: ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরতে পারবেন?

Google Oneindia Bengali News

ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। গতকাল এই অপারেশন হয়েছে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার। তবে কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।

পন্থের অপারেশন

পন্থের অপারেশন

বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল ঋষভ পন্থের অপারেশন সফলভাবে হওয়ার পর তিনি পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে বা কীভাবে রিহ্যাব চলবে তা ডা. দীনশ পার্ডিওয়ালার পরামর্শ মেনেই হবে। সেই মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ করবে বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিম। উল্লেখ্য, ঋষভ পন্থের উন্নততর চিকিৎসার জন্য তাঁকে দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে গিয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে বিসিসিআই।

খ্যাতনামা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন

খ্যাতনামা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন

জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় পন্থের হাঁটুর দুটি লিগামেন্টের মধ্যে একটি ছিঁড়ে গিয়েছিল। তাঁর চোট পরীক্ষা করে দেখেন মুম্বইয়ের হাসপাতালের চিকিৎসকরা। হাঁটু ও গোড়ালি ফোলা থাকায় এমআরআই করানো যাচ্ছিল না। ফলে বোঝাও যাচ্ছিল না কতটা গুরুতর তাঁর লিগামেন্টের চোট। ডা. পার্ডিওয়ালা মুম্বইয়ের হাসপাতালটির সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কপি ও শোল্ডার সার্ভিসের ডিরেক্টর। তাঁর চিকিৎসায় উপকৃত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। বেশ কয়েকজন অ্যাথলিটকেও চোট সারিয়ে মাঠে ফিরিয়েছেন এই খ্যাতনামা চিকিৎসক।

প্রয়োজনে বিদেশে

প্রয়োজনে বিদেশে

গাড়ি দুর্ঘটনার পর পন্থকে উত্তরাখণ্ডের দুটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই দুটি হাসপাতালে যেভাবে চিকিৎসা হয়েছে তাতে সন্তুষ্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে বিসিসিআই নিজেদের মেডিক্যাল টিমের চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা চালানোর ব্যবস্থা নেয়। পন্থের চিকিৎসা মেডিক্যাল ইনস্যুরেন্সের মাধ্যমে হলেও এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে বিসিসিআই। এমনকী প্রয়োজনে পন্থকে বিদেশে পাঠানোর বন্দোবস্তও বিসিসিআই করতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

কবে মাঠে ফিরবেন?

কবে মাঠে ফিরবেন?

দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকির বাড়িতে যাওয়ার সময় গত ৩০ ডিসেম্বর পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বাস চালক ও কন্ডাক্টরের তৎপরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান। পন্থের গাড়িটি দুর্ঘটনার পরই আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছিল। প্রথমে তাঁকে রুরকির সক্ষম হাসপাতালে ভর্তি করানো হয়, পরে নিয়ে যাওয়া হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। এই হাসপাতালে পন্থের প্লাস্টিক সার্জারি হয়। মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই স্ক্যানও হয়। যার রিপোর্ট স্বাভাবিক আসে। যদিও পন্থ কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলতে পারছেন না চিকিৎসকরা। পন্থ এখনও হাঁটাও শুরু করেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই। সেরে উঠতে ৬ থেকে ৯ মাস লাগতে পারে। ফলে পন্থ অনিশ্চিত দেশের মাটিতে বিশ্বকাপেও। পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেন ডেভিড ওয়ার্নার। তিনিও পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

English summary
Rishabh Pant Has Undergone A Successful Knee Ligament Surgery At A Hospital In Mumbai. He Will Be Under Observation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X