ধোনির উত্তরসূরির পরিচয়ে নয়, নিজের নামে সুনাম অর্জন করতে চান পন্থ
কেরিয়ারের শুরু থেকেই ধোনির সঙ্গে তুলনা, আগামী দিনে ধোনির যোগ্য উত্তরসূরি হতে পারবেন কি পন্থ? ডনের দেশে ২-১ ব্যবধানে ভারতের সিরিজ জয়ের পরও ধোনির সঙ্গে পন্থের তুলনা তুঙ্গে। আর এই তুলনা নিয়েই এবার মুখ খুললেন অজি বধের নায়ক।

ব্রিসবেনে নায়ক পন্থ
ব্রিসবেন টেস্টে শেষদিন ৮৯ রানে অপরাজিত থেকে ভারতকে চতুর্থ টেস্ট জিতিয়ে সিরিজ জিতিয়েছেন পন্থ। সিরিজে দস্তানা হাতে তাঁর ক্যাচ মিস করা নিয়ে নানা কথা উঠলেও সিডনিতে ৯৭ ও ব্রিসবেন টেস্টে অপরাজিত ৮৯ হাঁকিয়ে ভারতের অজি বধে পন্থের ব্যাটিং বড় ভূমিকা নিয়েছে।

ধোনিকে নিয়ে কী বললেন পন্থ
এরপরই ধোনির সঙ্গে তাঁর তুলনা নিয়ে মুখ খুলেছেন পন্থ। ভারতীয় তরুণ তুর্কি বলেন, 'ধোনির মতো কিংবদন্তির সঙ্গে তুলনা শুরু হলে কার না ভাল লাগে। আমারও ভালো লাগে।'

কেন, ধোনির সঙ্গে তুলনা চান না পন্থ
এরপরই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান পন্থ জানিয়েছেন, 'ধোনির সঙ্গে তুলনা ভালো লাগলেও, আমি নিজের পরিচিতি তৈরি করতে চাই। ধোনির উত্তরসূরি নয়, ভারতীয় ক্রিকেট আমায় ঋষভ পন্থ নামে চিনুক, এটাই চাই। সেই লক্ষ্যেই প্রতিদিন প্ররিশ্রম করতে চাই। আমার মতো তরুণ ক্রিকেটারের সঙ্গে ধোনির মতো বড় মাপের এমন কিংবদন্তির তুলনা করা ঠিক নয়।'

সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান প্রাপক পন্থ
প্রসঙ্গত বর্ডার-গাভাসকর সিরিজে ভারতের হয়ে ঋষভ পন্থ সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন। সিরিজে ৫ ইনিংস ব্যাট করে পন্থ ২৭৪ রান হাঁকান। সর্বোচ্চ সংগ্রহ ৯৭ রান।
আইপিএল ২০২১ : মিনি নিলামে যে যে দলচ্যুত বিদেশি ক্রিকেটারের দিকে থাকবে নজর