For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকা’র বিরুদ্ধেই ধোনির এই রেকর্ড ভেঙে দিতে পারেন পন্থ

দক্ষিণ আফ্রিকার মাটিতে ধোনির এই রেকর্ড ভেঙে দিতে পারেন পন্থ

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি'র রেকর্ড ভেঙে দিতে পারেন ঋষভ পন্থ। লাল বলের ক্রিকেটে ২৫টি ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করা ঋষভ ভারতীয় বোলারদের পাওয়া ৯৭টি উইকেটের পিছনে নিজের অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে যদি তরুণ উইকেটরক্ষক খেলার সুযোগ পান তা হলে খুব সহজেই মহেন্দ্র সিং ধোনি'কে ছাপিয়ে যেতে পারেন ঋষভ।

দক্ষিণ আফ্রিকা’র বিরুদ্ধেই ধোনির এই রেকর্ড ভেঙে দিতে পারেন পন্থ

টেস্ট ক্রিকেটে ১০০টি উইকেটের পিছনে গ্লাভস হাতে অবদান রাখতে ধোনির লেগেছিল ৩৬টি টেস্ট। সেখানে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে ঋষভ সুযোগ পেলে অনায়াসে দ্রুততম উইকেটরক্ষক হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ঋষভ। ছাপিয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি'কে। শুধু ধোনিকে ছাপানোই নয়, অনেক কম ম্যাচে ১০০ উইকেটের নেপথ্যে অবদান রাখার নজির গড়বেন তিনি।

বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। এই নজির স্পর্শ করতে ঋদ্ধির লেগেছিল ৩৭টি টেস্ট। কিরণ মোরে'র ৩৯টি টেস্ট ম্যাচ লেগেছিল ১০০টি উইকেটের পিছনে অবদান রাখার জন্য। নয়ন মোঙ্গিয়ার লেগেছিল ৪১টি টেস্ট। কিংবদন্তি উইকেটরক্ষক সৈয়দ কিরমানি ৪২ টেস্ট নিয়েছিলেন প্রথম ১০০টি উইকেটের পিছনে নিজের অবদান রাখার জন্য।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পন্থ'কে বিশ্রাম দেওয়া হয়েছিল। ১-০ ব্যবধানে সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি ভারতের। পন্থের পরিবর্তে উইকেটের পিছনে ভারতের হয়ে দায়িত্ব সামলান ঋদ্ধি। কিউয়িদের বিরুদ্ধে শুধু উইকেটের পিছনেই নয়, ব্যাট হাতেও ভারতকে নির্ভরতা দিয়েছিলেন ঋদ্ধি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ভারত মাঠে নামবে ২৬ ডিসেম্বর। বক্সিং ডে টেস্টটি খেলা হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডেরার্স স্টেডিয়ামে ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টটি আয়োজিত হবে কেপ টাউনে। বন্দর শহরটির নিউল্যান্ডসে শেষ টেস্টটি খেলবে টিম ইন্ডিয়া।

English summary
MS Dhoni’s epic milestone could be broken by Rishabh Pant in the test series against South Africa. Pant has represented the national side in the longest format 25 times and has a total of 97 dismissals to his name with the gloves. Dhoni took 36 tests to contribute in hundred dismissals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X