For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেরা পন্থ! পিছিয়ে ধোনি-কিরমানি! কী বলছে পরিসংখ্যান

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেরা পন্থ! পিছিয়ে ধোনি-কিরমানি! কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

মাথা ঠাণ্ডা রেখে ব্যাট হাতে ভারতকে ব্রিসবেন টেস্ট জিতিয়েছেন ঋষভ পন্থ। একই সঙ্গে দেশের একমাত্র উইকেটরক্ষক হিসেবে অজিভূমে এক অনবদ্য নজির গড়েছেন তরুণ ক্রিকেটার। হারিয়ে দিয়েছেন প্রাক্তনী তথা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, সৈয়দ কিরামানিকে। কী এমন করে দেখালেন পন্থ, তা পরিসংখ্যানে জেনে নেওয়া যাক।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তিন বার অর্ধশতরান

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তিন বার অর্ধশতরান

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে যে তিনি কতটা ভয়ঙ্কর, তা আরও একবার প্রমাণ করলেন ঋষভ পন্থ। গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের শেষ দিনে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে দেশকে ম্যাচ ও সিরিজ জেতান তরুণ উইকেটরক্ষক। একই সঙ্গে দেশের একমাত্র উইকেটরক্ষক হিসেবে অজিভূমে টেস্টে তিন বার ৫০ ও তার বেশি রান করলেন ঋষভ পন্থ।

এর আগের দুই বার

এর আগের দুই বার

সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় তথা সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। ২০১৮-২৯ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফির সিডনি টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৯ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পিছিয়ে ধোনি ও কিরমানি

পিছিয়ে ধোনি ও কিরমানি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে অর্ধশতরান করার নিরিখে ঋষভ পন্থের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও সৈয়দ কিরমানি। দেশের দুই প্রাক্তন উইকেটরক্ষক ক্যাঙারুর দেশে টেস্টে দুই বার অর্ধশতরান হাঁকিয়েছেন।

এশিয়া সেরা পন্থ

এশিয়া সেরা পন্থ

উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৬০০-এর বেশি রান করে ফেলেছেন তরুণ পন্থ। এমন নজির এশিয়ার অন্য কোনও উইকেটরক্ষক-ব্যাটসম্যানের নেই। অনেকটাই পিছনে রয়েছেন গ্রেট মহেন্দ্র সিং ধোনি ও কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ায় ১২টি টেস্ট ইনিংস খেলে ৬২৪ রান করেছেন ঋষভ। ১৭টি ইনিংস খেলে ৪৭১ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সৈয়দ কিরমানি। অজিভূমে ১৮টি টেস্ট ইনিংস খেলে ৩১১ রান করা এমএস ধোনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

English summary
Rishabh Pant becomes first Indian wicketkeeper with three half century in test on Australia soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X