For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুটকে মাত পন্থের, আইসিসি-র বিচারে হলেন জানুয়ারির সেরা

রুটকে মাত পন্থের, আইসিসি-র বিচারে হলেন জানুয়ারির সেরা

Google Oneindia Bengali News

চেন্নাই টেস্টের ফয়সালা এখনও হয়নি। ইংল্যান্ডের হয়ে যেমন সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক জো রুট (Joe Root), তেমনই ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান করে দলকে লড়াইয়ে রেখেছেন উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। গত মাসেও দুজনে স্বপ্নের ফর্মে ছিলেন। একজন সফল হয়েছেন শ্রীলঙ্কা সফরে, অপরজন অস্ট্রেলিয়ার মাটিতে। নিজে প্রথম টেস্টে দ্বিশতরানের পর দ্বিতীয় টেস্টে শতরান করে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে দল নিয়ে ভারতে এসেছেন রুট। প্রথম ইনিংসে দ্বিশতরান করেছেন। অন্যদিকে, পন্থের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে ভারত। গত মাসের পারফরম্যান্সের বিচারে রুটের সঙ্গে লড়াই হচ্ছিল পন্থের। যে লড়াইয়েও রুটকে মাত দিলেন তিনি।

রুটকে মাত পন্থের, আইসিসি-র বিচারে হলেন জানুয়ারির সেরা

এ বছর থেকেই প্রতি মাসে সেরা ক্রিকেটার বাছাইয়ের কাজ শুরু করেছে আইসিসি (ICC)। প্লেয়ার অব দ্য মান্থ-এর প্রথম মাসে সেরাদের নাম আজই ঘোষণা করেছে আইসিসি। রুটের সঙ্গেই মনোনয়ন পেয়েছিলেন পন্থ। সিডনি টেস্টে ৯৭ ও ব্রিসবেনে ম্যাচ জেতানো ৮৯ রানের সুবাদে পন্থই নির্বাচিত হলেন জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার। জানুয়ারি মাসের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিকে সাত উইকেট এবং দুটি টি ২০ আন্তর্জাতিকে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসেবে ঋষভ পন্থ নির্বাচিত হওয়ার কারণ হিসেবে আইসিসি ভোটিং আকাদেমির প্রতিনিধি রামিজ রাজা বলেন, অস্ট্রেলিয়ায় দুটো ইনিস চাপের মুখে খেলেছিলেন পন্থ। একবার ড্র ও পরেরবার দলকে জেতাতে বড় ভূমিকা নেয় পন্থের ইনিংস। দারুণ টেম্পারামেন্ট দেখিয়ে নিজের দক্ষতার অসাধারণ প্রকাশ ঘটিয়েছেন পন্থ।

এই পুরস্কার পেয়ে খুশি পন্থ বলেছেন, দলের জয়ে অবদান রাখতে পারাটাই মূল কথা, সেটাই সর্বোচ্চ পুরস্কার। তবে মাসের পারফরম্যান্সের বিচারে আইসিসি থেকে এই পুরস্কার পেয়ে ভালো লাগছে। এ ধরণের পুরস্কার আমার মতো সকলকেই আরও ভালো পারফরম্যান্স করার জন্য অনুপ্রাণিত করবে। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের দলে থাকা সকল সতীর্থকে এই পুরস্কার উৎসর্গ করছি। সেই সঙ্গে যে ফ্যানেরা ভোট দিয়ে আমার এই পুরস্কার পাওয়া নিশ্চিত করেছেন তাঁদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

চেন্নাইয়ে ভারতের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দিয়ে নিরাপদ জায়গায় থাকতে চাইছে ইংল্যান্ডচেন্নাইয়ে ভারতের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দিয়ে নিরাপদ জায়গায় থাকতে চাইছে ইংল্যান্ড

English summary
Rishabh Pant Became ICC Player Of The Month For January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X