For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাইলি রুসোর বিধ্বংসী শতরান, সিডনিতে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার

  • |
Google Oneindia Bengali News

চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম শতরানটি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে পরপর দুটি ইনিংসে সেঞ্চুরি এলো তাঁর ব্যাট থেকে। এর আগে ইন্দোরে ভারতের বিরুদ্ধে ৪৮ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। আজ সিডনিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিনি খেললেন কেরিয়ারের সেরা ইনিংস।

রুসোর শতরান

এদিন রুসোর শতরানটি এসেছে ৫২ বলে। তখনও অবধি সাতটি করে চার ও ছয় মেরেছিলেন তিনি। শেষ অবধি তিনি শাকিব আল হাসানের বলে আউট হয়েছেন ৫৬ বলে ১০৯ রান করে। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও আটটি ছয়। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে। প্রথম ওভারের শেষ বলে সাত রানের মাথায় প্রথম উইকেটটি হারায় প্রোটিয়ারা। অধিনায়ক তেম্বা বাভুমার ব্যাটে রানের খরা অব্যাহত। আজ তিনি তাসকিন আহমেদের বলে আউট হন ৬ বলে ২ রান করে।

শক্ত ভিতে প্রোটিয়ারা

এরপর আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন অপর ওপেনার কুইন্টন ডি কক ও তিনে নামা রুসো। তাঁদের জুটিতে ওঠে ১৬৩ রান। ১৪.৩ ওভারে দলগত ১৭০ রানের মাথায় ডি কক আউট হন আফিফ হোসেনের বলে। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৬৩ রান করেন ডি কক। প্রোটিয়াদের ইনিংসের ষষ্ঠ ওভার চলাকালীন বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। টসের আগেও বৃষ্টি হয়েছিল। তবে ওভার সংখ্যা কমানোর প্রয়োজন পড়েনি। তবে সেই সাময়িক বিরতির পর খেলা শুরু হতে আর বৃষ্টির ব্যাঘাত আসেনি।

বাংলাদেশের টার্গেট ২০৬

ট্রিস্টান স্টাবস ৭, এইডেন মার্করাম ১০ রান করেন। ডেভিড মিলার ২ ও ওয়েন পারনেল ০ রানে অপরাজিত থাকেন। ১৯তম ওভারের তৃতীয় বলের মাথায় রুসোর উইকেটটি তুলে নেন শাকিব আল হাসান। তিনি স্টাবসকেও সাজঘরে ফেরান। মার্করামের উইকেটটি নেন হাসান মাহমুদ। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিলেন। মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন কোনও উইকেট পাননি।

পেনাল্টি ৫ রান

পেনাল্টি ৫ রান

১০.৫ ওভারে ১০০ রান পূর্ণ হয়েছিল প্রোটিয়াদের। এরপর স্কোরবোর্ডে আরও ১০০ রান যোগ হতে লাগে ঠিক ৯ ওভার। এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ৫ রান পেনাল্টি যোগ হয় বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসানের দোষে। ১১তম ওভারের শেষ বলে বোলারের হাত থেকে বল বেরোনোর আগেই নিজের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছিলেন নুরুল। সেই কারণেই ৫ রান পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা।

English summary
Rilee Rossouw Hits First Hundred In T20 World Cup 2022. Bangladesh Are In Backfoot Against South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X