For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থের মতো এত ক্যাচ আর কেউ ফেলেননি! মত শিক্ষক পন্টিংয়ের

পন্থের মতো হাল নয় কারও! মত দিল্লি ক্যাপিটালস কোচের! আর পরিশ্রমের পরামর্শ

  • |
Google Oneindia Bengali News

সিডনি টেস্টে একের পর এক সহজ ফস্কানো ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের পারফরম্যান্সে খুশি নন কিংবদন্তি রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসে কোচিং করানোর সৌজন্যে পন্থকে কাছ থেকে দেখা প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক মনে করেন, ওপরে উঠতে গেলে উইকেটরক্ষক ঋষভকে আরও পরিশ্রম করতে হবে। এতো ক্যাচ ফস্কানো মোটেই কাজের কথা নয় বলে সাফ জানিয়েছেন পন্টিং।

ভাগ্য ভাল পন্থের

ভাগ্য ভাল পন্থের

সিডনি টেস্টের প্রথম দিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অস্ট্রেলিয় ওপেনার উইল পুকোভস্কির ক্যাচ উইকেটের পিছনে দাঁড়িয়ে দুই বার ফেলে দেন ঋষভ পন্থ। তা দেখে হতাশ হয়েছেন রিকি পন্টিং। তাঁর বক্তব্য, ঋষভের ভাগ্য ভাল যে পুকোভস্কি শতরান কিংবা দ্বিশতরান করে বসেননি। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষককে ক্যাচ মিসের মূল্য চোকাতে হত বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক।

ঋষভের মতো হাল নয় কারও

ঋষভের মতো হাল নয় কারও

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে প্রশিক্ষণ দেওয়ার সুবাদে ঋষভ পন্থকে কাছ থেকে দেখা রিকি পন্টিংয়ের কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে উইকেটের পিছনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার যতবার ব্যর্থ হয়েছেন, বিশ্বে তা বিরল। ওপরে উঠতে গেলে পন্থকে নিজের উইকেট কিপিং দক্ষতা বাড়াতে হবে বলে মনে করেন রিকি।

পুকোভস্কির ক্যাচ ফেলেছেন পন্থ

পুকোভস্কির ক্যাচ ফেলেছেন পন্থ

২৬ রানের স্কোরে রবিচন্দ্রণ অশ্বিনের বলে অস্ট্রেলিয় ওপেনার উইল পুকোভস্কির ক্যাচ ফেলেন ঋষভ পন্থ। এরপর ফাস্ট বোলার মহম্মদ সিরাজের বলে একই ব্যাটসম্যানের ক্যাচ ফেরে ফেলে দেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। প্রথম টেস্ট খেলতে নেমে দুই বার জীবনদান পেয়ে ১১০ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উইল পুকোভস্কি।

সমালোচনায় বিদ্ধ ঋষভ

সমালোচনায় বিদ্ধ ঋষভ

ঋষভ পন্থকে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি বলে আখ্যা দিয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পাল্লা দিয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ভুল করে সেই সমালোচনাকে আরও লাগামছাড়া করেছেন পন্থ। আবারও সেই সুযোগ করে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সিডনি টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ মিস করে নেটিজেনদের হাসির পাত্র হয়েছেন ঋষভ।

মাঝপথেই সেরে নেওয়া হল গোল্ডেন হ্যান্ডসেক, আইএসএলকে গুডবাই জানিয়ে ছুটি কোচেরমাঝপথেই সেরে নেওয়া হল গোল্ডেন হ্যান্ডসেক, আইএসএলকে গুডবাই জানিয়ে ছুটি কোচের

English summary
Ricky Ponting is not happy with the Rishabh Pant's effort behind the stamp against Australia in Sydney
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X