For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের, সচিনের ১০০ শতরানের রেকর্ড কি অক্ষত থাকবে?

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ট্র্যাক রেকর্ড দারুণ। খারাপ সময় কাটিয়ে এশিয়া কাপে ফিরেছেন চেনা ছন্দে। মোহালিতে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলে একবারও আউটই হননি কিং কোহলি। ভারতকে জিতিয়ে হয়েছেন ম্যাচের সেরা। তার মধ্যে একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬-র টি ২০ বিশ্বকাপে। ফলে আসন্ন তিন ম্যাচের সিরিজে বিরাটের দিকে থাকবে নজর।

শততম শতরানের নজির নিয়ে জল্পনা

শততম শতরানের নজির নিয়ে জল্পনা

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন বিরাট। ম্যাচের সেরাও হন। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরানের পর প্রায় তিন বছর অপেক্ষা করতে হয় কোহলিকে ৭১তম আন্তর্জাতিক শতরানের জন্য। স্বাভাবিকভাবেই জল্পনা চলছে, বিরাট আদৌ সচিন তেন্ডুলকরের শততম শতরানের নজিরটি ভাঙতে পারবেন কিনা তা নিয়ে।

সচিনের পরেই বিরাট

সচিনের পরেই বিরাট

আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের দৌলতে কোহলি স্পর্শ করেছেন রিকি পন্টিংয়ের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ক্রিকেটারেরই শতরানের সংখ্যা ৭১। বিরাট ২০০৮ সাল থেকে আজ অবধি দেশের হয়ে ৪৬৮টি ম্যাচ খেলেছেন। ৫২২টি ইনিংসে ৭৬ বার অপরাজিত থেকে ২৪০০২ রান করেছেন। ৭১টি শতরান ও ১২৪টি অর্ধশতরান রয়েছে। রিকি পন্টিং ১৯৯৫ থেকে ২০১২ সাল অবধি অস্ট্রেলিয়া ও আইসিসির হয়ে মোট ৫৬০টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ২৭৪৮৩, ৭১টি শতরানের পাশাপাশি ১৪৬টি অর্ধশতরান রয়েছে। শতরানের সংখ্যায় পন্টিংকে স্পর্শ করলে কম ম্যাচে সমসংখ্যক সেঞ্চুরি করায় তালিকায় সচিন তেন্ডুলকরের পরেই রয়েছেন কোহলি। ১৯৮৯ থেকে ২০১৩ সাল অবধি সচিন ৬৬৪টি ম্যাচ খেলে রেকর্ড ৩৪৩৫৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রয়েছে ১০০টি শতরান ও ১৬৪টি হাফ সেঞ্চুরি।

পন্টিং নিশ্চিত

পন্টিং নিশ্চিত

আইসিসি রিভিউয়ে রিকি পন্টিং বলেন, যদি তিন বছর আগে কেউ প্রশ্ন করতেন যে বিরাট সচিনের সর্বাধিক আন্তর্জাতিক শতরানের রেকর্ড ভাঙতে পারবেন কিনা তাহলে আমি হ্যাঁ বলতাম। এটা ঠিক তাঁর শতরান আসার মধ্যে ব্যবধান ও সময় বেড়েছে। শতরান হাঁকানোর গতি কিছুটা মন্থর হয়েছে। তা সত্ত্বেও এখনও আমার বিশ্বাস সচিনের ওই রেকর্ডটি বিরাট ভাঙতে পারবেন। এ ব্যাপারে কোনও সংশয় নেই।

কীভাবে রেকর্ড ভাঙা সম্ভব?

কীভাবে রেকর্ড ভাঙা সম্ভব?

রিকি পন্টিং আরও বলেন, ৩০টি আন্তর্জাতিক শতরান কম কথা নয়। তা সত্ত্বেও বিরাটের সামনে এখনও বেশ কয়েকটি বছর রয়েছে। আগামী তিন বা চার বছরে ৫-৬টি শতরান পেলে সেটা সম্ভব। সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে কয়েকটি শতরান করতে হবে। আমরা সকলেই জানি, বিরাটের মধ্যে রানের খিদে, সাফল্যের খিদে কতটা রয়েছে। ফলে আমি কখনও বলব না, বিরাট এটা পারবেন না। অর্থাৎ কিং কোহলি মেজাজে থাকলে যে কোনও রেকর্ডই যে নিরাপদ নয় সেটা বুঝিয়ে দিয়েছেন পন্টিং।

ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে? নজরে টি ২০ আন্তর্জাতিকে দ্বৈরথের পরিসংখ্যান, পিচ ও আবহাওয়াভারত ও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে? নজরে টি ২০ আন্তর্জাতিকে দ্বৈরথের পরিসংখ্যান, পিচ ও আবহাওয়া

English summary
Ricky Ponting Believes Virat Kohli Can Break Sachin Tendulkar's Record Of 100 International Hundreds. Kohli Equals Ponting's Record Of 71 Hundreds In International Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X