For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে স্ট্যান্ডবাই রিচা! স্নেহ ও তানিয়ার কামব্যাক হরমনপ্রীতের দলে, ভারতের ম্যাচগুলি কবে?

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে এবারই প্রথম থাকছে মহিলাদের টি ২০ আন্তর্জাতিক ক্রিকেট। ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট অবধি বার্মিংহ্যামে চলবে গেমস। ২৯ জুলাই অভিযানে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। তার আগে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো। যদিও তাতে জায়গা হয়নি বাংলার রিচা ঘোষের। তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

কমনওয়েলথ গেমসে স্ট্যান্ডবাই রিচা! ভারতের ম্যাচগুলি কবে?

কমনওয়েলথ গেমসের মহিলা ক্রিকেটে ভারত রয়েছে গ্রুপ এ-তে, একই গ্রুপে রয়েছে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গ্রুপের অপর দল বার্বাডোজ। বি গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। দুই গ্রুপের থেকেই প্রথম দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে। গ্রুপ পর্যায়ে ভারত ২৯ জুলাই এজবাস্টনে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৩১ জুলাই সেখানেই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এজবাস্টনে ভারত বার্বাডোজের মুখোমুখি হবে অগাস্টের ৩ তারিখ।

শ্রীলঙ্কা সফরে দল থেকে বাদ পড়লেও কমনওয়েলথ গেমসের দলে কামব্যাক করলেন অফ স্পিনিং অলরাউন্ডার স্নেহ রানা। ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ফেরানো হয়েছে তানিয়া ভাটিয়াকে। ফলে রিচাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, এই সিদ্ধান্তটি অনেককেই অবাক করেছে। ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তানিয়া। তারপর থেকে ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলার সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কা সফরের একদিনের সিরিজের দলে ছিলেন না হারলীন দেওল। তিনিও জায়গা পেয়েছেন কমনওয়েলথ গেমসের দলে।

কমনওয়েলথ গেমসের ভারতীয় মহিলা টি ২০ আন্তর্জাতিক দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার, মেঘানা সিং, রেনুকা ঠাকুর, জেমাইমা রডরিগেজ, রাধা যাদব, হারলীন দেওল, স্নেহ রানা। স্ট্যান্ডবাই- সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ, পুনম যাদব।

English summary
Bengal's Richa Ghosh Named As Standby, Sneh Rana And Tania Bhatia Back In The India Women Squad For Commonwealth Games. India Is In Group A With Australia, Barbados And Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X