For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিচা ঘোষের লড়াকু ইনিংস ব্যর্থ, ইংল্যান্ডের কাছে হরমনপ্রীতের ভারত টি ২০ সিরিজে পরাস্ত

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরে গিয়ে টি ২০ সিরিজে হেরে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। গতকাল ব্রিস্টলে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক অ্যামি জোন্সের নেতৃত্বাধীন ইংল্যান্ড জিতে নেয়। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতল তারা। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিলেন হরমনপ্রীতরা। সিরিজ নির্ণায়ক ম্যাচটিতে ভারতকে ডোবাল ব্যাটিং।

ইংল্যান্ডের কাছে হরমনপ্রীতের ভারত টি ২০ সিরিজে পরাস্ত

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ২০ ওভারে ভারত ৮ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছিল। ভারতের প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেফালি ভার্মা ১২ বলে ৫, স্মৃতি মান্ধানা ৮ বলে ৯, সাব্বিনেনি মেঘানা ৯ বলে ০, হরমনপ্রীত কৌর ১৪ বলে ৫ ও দয়ালান হেমলতা ২ বলে ০ রানে আউট হন। ৯.৫ ওভারে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৩৫। সেখান থেকে ভারত একশো পেরোতে পারল দীপ্তি শর্মা, রিচা ঘোষ ও পূজা বস্ত্রকারের সৌজন্যে। এই তিন ব্যাটার বাদে একমাত্র অতিরিক্ত রান এসেছে দুই অঙ্কের।

পাঁচটি চারের সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন রিচা। ২৫ বলে ২৪ রান করেন দীপ্তি, ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন পূজা। সোফি এক্লেস্টোন ২৫ রানের বিনিময়ে তিনটি এবং সারা গ্লেন ১১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন ব্রিওনি স্মিথ, ফ্রেয়া ডেভিস ও ইসি ওং। জবাবে খেলতে নেমে ১০ বাকি থাকতেই সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের দখল নেয় ইংল্যান্ড। ৪৪ বলে ৪৯ রান করেন ওপেনার সোফিয়া ডাঙ্কি। অ্যালিস ক্যাপসি ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ড্যানি ওয়েটের সংগ্রহ ২৩ বলে ২২। স্মিথ অপরাজিত থাকেন ১৪ বলে ১৩ রান করে। রাধা যাদব, স্নেহ রানা ও পূজা বস্ত্রকার একটি করে উইকেট পান।

ম্যাচ তথা সিরিজে হারের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, আমাদের আরও অন্তত ২০ রান দরকার ছিল। তা সত্ত্বেও বোলারদের কৃতিত্ব দেব, তাঁদের জন্যই আমরা ম্যাচে ছিলাম। স্নেহ রানার বোলিংয়ের প্রশংসা করে কৌর বলেন, রানা এমন একজন ক্রিকেটার যিনি মাঠে নিজের ২০০ শতাংশ উজাড় করে দেন। তাঁর মতো ক্রিকেটারকে দলে পাওয়া অত্যন্ত ইতিবাচক। প্রথম দিকে দ্রুত উইকেট হারানোর পর রিচাও ভালো ব্যাট করেছেন। তাঁদের জন্য শেষ বল অবধি লড়া গিয়েছে। আমাদের নিজেদের শক্তির উপর আস্থা রাখতে হবে। যেভাবে দরকার ছিল এই ম্যাচে সেভাবে আমরা ব্যাট করতে পারিনি। বড় পার্টনারশিপ গড়া গেলে মোটিভেশন পাওয়া যায়। রবিবার থেকে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। এই সিরিজটিই হতে চলেছে ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে দেশের হয়ে শেষবারের জন্য খেলতে দেখা যাবে ঝুলনকে।

English summary
England Women Beat India Women In The 3rd T20I To Clinch The Series. Richa Ghosh Has Played Fighting Knock After Top Order Collapse.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X