For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ind W vs Aus W: রিচার লড়াই ব্যর্থ, হরমনপ্রীতের ভারতকে উড়িয়ে টি ২০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরে এসে টি ২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের ভারত পরাস্ত হলো মাত্র ৭ রানে। ফলে মঙ্গলবার সিরিজের শেষ ম্য়াচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ১৮৯। সিরিজের চতুর্থ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।

হরমনপ্রীতের ভারতকে উড়িয়ে টি ২০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। ২১ বলে ৩০ রান করার পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। কাফ স্ট্রেনের কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে যান। অনিশ্চিত পরের ম্যাচেও। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে এলিস পেরি ৪২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন গ্রেস হ্যারিস। তিনটি করে চাপ ও ছয়ের সাহায্যে ২৭ বলে ৪২ রান করেন অ্যাশলে গার্ডনার। দীপ্তি শর্মা ৩ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ভারত ৭ ওভারে ৪৯ রানের মধ্যে স্মৃতি মান্ধানা (১০ বলে ১৬), শেফালি ভার্মা (১৬ বলে ২০) ও জেমাইমা রডরিগেজের (১১ বলে ৮) উইকেট হারায়। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪৬ রান করেন। ২৬ বলে ৩২ রান করেন দেবিকা বৈদ্য। এরপর ভারত মরিয়া লড়াই চালাতে থাকে বাংলার রিচা ঘোষের ব্যাটে ভর করে। যদিও ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি যেতে পারেনি ভারত। শেষ ওভারে দরকার ছিল ২০। ভারত ম্যাচ হারে ৭ রানে। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন রিচা। ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন বাংলার অপর ক্রিকেটার দীপ্তি শর্মা। গার্ডনার ও আলানা কিং দুটি করে উইকেট নেন। হিলি বেরিয়ে যাওয়ায় ক্যাপ্টেন্সি করেন তাহলিয়া ম্যাকগ্রা। উইকেটকিপিং করেন বেথ মুনি।

ম্যাচ তথা সিরিজ হারার পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, আমরা তুল্যমূল্য লড়াই চালিয়েছি। একটা ওভার এদিক-এদিক হলেই ফল অন্যরকম হতে পারতো। আমি নিজেও শেষ অবধি থাকলে সেটা সম্ভব ছিল। আমি আউট হওয়ার পরেও রিচা ও দীপ্তির উপর আমার আস্থা ছিল। ১৮তম ওভারে মাত্র তিন রান আসে, সেটাই তফাত গড়ে দিল। তবে আমাদের দলে অনেক অল্প বয়সের ক্রিকেটাররা অজিদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করলেন। প্রথম ১০ ওভারে দলের বোলিংয়ে খুশি হরমনপ্রীত। এশিয়া কাপ চলাকালীন চোট লেগেছিল, সে কারণে তিনি নিজে এখন শুধু ব্যাটিংই করছেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

English summary
Australia Women Beat India Women To Win T20I Series. Richa Ghosh's Brilliant Innings Goes In Vain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X