
Ind W vs Aus W: রিচা-দীপ্তির লড়াই ব্যর্থ, হরমনপ্রীতের ভারতকে টি ২০ আন্তর্জাতিকে দুরমুশ করল অস্ট্রেলিয়া
মহিলাদের টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে। তার আগে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ রয়েছে হরমনপ্রীত কৌরের ভারতের কাছে। আজ থেকে মুম্বইয়ে শুরু হলো ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। প্রথম ম্যাচে ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হিলি। নির্ধারিত ২০ ওভারে ভারতের মহিলা দল তোলে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান। আটটি চারের সাহায্যে ১৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন জাতীয় দলে বাংলার প্রতিনিধি দীপ্তি শর্মা। বাংলার উইকেটকিপার রিচা ঘোষ পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৬ রান করেন। শেফালি ভার্মা ১০ বলে ২১, স্মৃতি মান্ধানা ২২ বলে ২৮, হরমনপ্রীত কৌর ২৩ বলে ২১ রান করেন। দেবিকা বৈদ্য ২৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ৬ বল খেলে ০ রানে আউট হন জেমাইমা রডরিগেজ। এলিস পেরি ১টি মেডেন-সহ ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন। কিম গার্থ, অ্যাশলে গার্ডনার ও আনাবেল সাদারল্যান্ড একটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। ১৬টি চারের সাহায্যে ৫৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন মহিলাদের টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার বেথ মুনি। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৭ করেন হিলি। তাহলিয়া ম্যাকগ্রা চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। দেবিকা বৈদ্য একমাত্র উইকেটটি নেন ৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে। রেণুকা সিং ৪ ওভারে ৩৩, অঞ্জলি সারবানি ৪ ওভারে ২৭, দীপ্তি শর্মা ২.১ ওভারে ২০, রাধা যাদব ৩ ওভারে ২৮ ও মেঘনা সিং ২ ওভারে ২৭ রান দেন।
ম্যাচের শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ১৭২ আমার মতে পর্যাপ্ত রান ছিল। ১৩ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। তবে দলের ফিল্ডিং প্রত্যাশিত মানের হয়নি। সন্ধ্যার পর বল কোনদিকে যাচ্ছে সেটা আঁচ করা কঠিন হয়ে পড়ে। ডিউ ফ্যাক্টর হয়েছে। বোলাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে জিততে হলে আমাদের সুযোগগুলিকে কাজে লাগাতে হবে।