For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ধোনি টি২০ দলে, কেনই বা বাদ পন্থ - কী যুক্তি দিলেন নির্বাচকরা, জেনে নিন

জেনে নিন কেন মহেন্দ্র সিং ধোনিকে ফের ভারতের টি২০ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একদিনের ক্রিকেটের দল থেকে ঋষভ পন্থকে বাদ দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ফের ভারতের টি২০ দলে সামিল করা হয়েছে। আবার একই সঙ্গে ভারতের একদিনের ক্রিকেটের দল থেকে বাদ পড়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। একই সঙ্গে এই দুই ঘটনায় অনেকেই বিস্মিত। কারণ এক মাস আগেই টি২০ দল থেকে বাদ দেওয়া হয়েছিল ধোনিকে।

প্রথমে ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে পরে অস্ট্রেলিয়ার মাটিতেও টি২০ সিরিজ ভারত খেলেছিল ধোনিকে ছাড়াই। তারপর হঠাত আবার তিনি দলে কেন তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। অপরদিকে ঋষভ একদিনের দল থেকে বাদ পড়ায় কারণ অনেকেই বলছেন এই বিশ্বকাপে অন্তত খেলা হচ্ছে না তাঁর। জাতীয় নির্বাচকরা এই বিষয়ে কী বলছেন জেনে নেওযা যাক।

কেন বাদ দেওয়া হয়েছিল ধোনিকে?

কেন বাদ দেওয়া হয়েছিল ধোনিকে?

ধোনিকে বাদ দেওয়া নিয়ে প্রচুর শোরগোল হলেও নির্বাচকরা জানিয়েছিলেন ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে ধোনি খেলবেন না। তাই তাঁর পরের উইকেটক্ষককে এখন থেকেই তৈরি করা হবে। বিরাট কোহলি থেকে জাতীয় নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদ, সবাই জানিয়েছিলেন ধোনিও এতে সম্মতি দিয়েছেন। কাজেই টি২০ দলে ধোনির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেল, এমনটাই ভাবা হয়েছিল।

তাহলে আবার দলে কেন ধোনি?

তাহলে আবার দলে কেন ধোনি?

জাতীয় নির্বাচকরা জানাচ্ছেন ২০১৯ বিশ্বকাপের আগে ৩৭ বছরের ধোনিকে তাঁরা যতটা সম্ভব ম্য়াচ খেলিয়ে তৈরি রাখতে চাইছেন। বিশ্বকাপের আগে ভারতের হাতে অস্ট্রেলিয়ার ৩টি ও নিউজিল্যান্ডের ৫টি মিলিয়ে মোট ৮টি একদিনের ম্য়াচ আছে। এর সঙ্গে ৩টি টি২০ ম্য়াচ খেললে আগামী ১ মাসে ধোনি মোট ১১টি আন্তর্জাতিক ম্য়াচ খেলার সুযোগ পাবেন।

ওডিআই দল থেকে বাদ কেন পন্থ?

ওডিআই দল থেকে বাদ কেন পন্থ?

সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া - দুজনেই সুস্থ হয়ে গিয়েছেন। হার্দিকের পাশাপাশি কেদারও জন অলরাউন্ডার। তারপর আর একদিনের দলে ঋষভকে খেলানোর মতো জায়গা পাওয়া যাচ্ছে না। কাজেই আপাতত বিশ্বকাপের দরজা তাঁর জন্য বন্ধ। কেউ আবার যদি এর মধ্যে চোট পান সেক্ষেত্রে সুযোগ আসতে পারে তরুণের সামনে।

বিশ্বকাপের কোর গ্রুপ

বিশ্বকাপের কোর গ্রুপ

যে ১৬ সদস্যের দলকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একদিনের সিরিজের জন্য বাছা হয়েছে, মোটামুটিভাবে সেই দলকেই বিশ্বকাপের কোর গ্রুপ ভাবা হচ্ছে। অর্থাত বিশ্বকাপের দলের ঢোকার দরজা বন্ধ হল অশ্বিন,রাহানে, মনীশ পাণ্ডেদের জন্য। কেদার ও হার্দিককে আরও বেশি ম্য়াচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য টি২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে মনীশ ও শ্রেয়স আইয়ারকেও।

ঘোষিত ওডিআই ও টি২০ দল

ঘোষিত ওডিআই ও টি২০ দল

ওডিআই (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) - বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, খলিল আহমেদ, মহম্মদ শামি।

টি২০ দল (নিউজিল্যান্ড)- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, খলিল আহমেদ।

English summary
Here is why MS Dhoni has been included in India's T20I squad again and Rishabh Pant been dropped from ODI side.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X