For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআর থেকে পরিত্যক্ত লিনের ব্যাটিং ধামাকা, যোগ্য জবাব দিয়েও শান্ত ক্রিকেটার

কলকাতা নাইট রাইডার্স থেকে পরিত্যক্ত হওয়ার পরেই জ্বলে উঠল ক্রিস লিনের ব্যাট। আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রান করে নতুন রেকর্ডের মালিক হলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স থেকে পরিত্যক্ত হওয়ার পরেই জ্বলে উঠল ক্রিস লিনের ব্যাট। আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রান করে নতুন রেকর্ডের মালিক হলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান। যদিও কেকেআর থেকে বাদ পড়ার পর তাঁর সেরকম কিছু মনে হয়নি বলেই জানিয়েছেন লিন।

লিনের ধামাকা

লিনের ধামাকা

আবু ধাবি টি-১০ লিগে মারাঠা আরবিয়ান্স দলের হয়ে খেলছেন ক্রিস লিন। আবু ধাবি দলের বিরুদ্ধে ১০ ওভারের এক ম্যাচে ৩০ বলে ৯১ রান করেন অস্ট্রেলিয় তারকা। ইনিংসে ৯টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন তিনি।

হেলসকে টপকে

হেলসকে টপকে

১০ ওভারের ক্রিকেটে এর আগে ৩২ বলে সর্বোচ্চ ৮৭ রান করে রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। আবু ধাবি টি-১০ লিগে হেলসের রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন।

জিতল মারাঠা

জিতল মারাঠা

শেখ জায়েদ স্টেডিয়ামে ক্রিস লিনের ধামাকাদার ব্যাটিং-র সৌজন্যে আগে ব্য়াট করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান করে মারাঠা আরবিয়ান্স। জবাবে ১০ ওভারে ১১৪ রানের বেশি তুলতে পারেনি টিম আবু ধাবি।

কেকেআর থেকে বাদ

১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২০ আইপিএলের নিলাম। তার আগে ট্রেডিং উইন্ডোতে ১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাঁদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার ২৯ বছরের ব্যাটসম্যান ক্রিস লিন। গত মরশুমে লিন সেভাবে পারফর্ম করতে না পারায় কেকেআর-র এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সেরকম কিছু মনে হয়নি

সেরকম কিছু মনে হয়নি

আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রান করার পর ক্রিস লিনকে কেকেআর থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর সেরকম কিছু মনে হয়নি। কেকেআর-র মালিক, সাপোর্ট স্টাফ ও হেড কোচের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেই জানিয়েছেন লিন।

English summary
Rejected from KKR Chris Lynn hits record breaking 91 of 30, but he has no hard feeling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X