ভারত বনাম অস্ট্রেলিয়া: সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিত-ধাওয়ানকে কি পাওয়া যাবে?
রবিবার বেঙ্গালুরুতে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ নির্ণায়ক ম্যাচ। সেই ম্যাচে ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে পাওয়া যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এদিন দুপুর পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না।

ম্যাচের আগের দিন ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় দুই ওপেনারের চোটের রিকভারির উপর নজর রাখা হচ্ছে। আপাতত দুজনেই পর্যবেক্ষণে রয়েছেন। সেক্ষেত্রে ম্যাচের দিনই, দুই ওপেনারকে বেঙ্গালুরুতে খেলানো হবে কিনা,চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Recovery of Shikhar Dhawan and Rohit Sharma is being closely monitored and a call on their participation in the final ODI will be taken tomorrow before the match. <a href="https://twitter.com/hashtag/INDvsAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvsAUS</a> <a href="https://t.co/oklEn7E6Qv">pic.twitter.com/oklEn7E6Qv</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1218487029341675521?ref_src=twsrc%5Etfw">January 18, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত শুক্রবার রাজকোটে অজিদের ব্যাটিং ইনিংসের সময় বাউন্ডারির লাইনের ধারে চার রান আটকাতে গিয়ে রোহিত শর্মা চোট পান। বল ধরার মুহূর্তে বিপজ্জনকভাবে ডিগবাজি খেতে আছড়ে পড়েন। যারপর চোট পাওয়া বাঁ-হাত নিয়ে মাঠেই বসে পরেন। পরে ফিজিও তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। এই চোটের পর রোহিত আর ফিল্ডিংয়ে ফেরেননি।
অন্যদিকে ভারতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় অজি পেসার প্যাট কামিন্সের ডেলভারি বুকে এসে আছড়ে পড়ায় পাঁজরে চোট পান ধাওয়ান। কামিন্সের বল বুকে এসে আঘাত করার পর ধাওয়ান মাটিতে শুয়ে পড়েছিলেন।
পরে ব্যাট করে ৯৬ রান করে আউট হন। বলের অভিঘাতের কারণে পাঁজরে চোট পাওয়ায়, ধাওয়ান আর ফিল্ডিংয়ে ফেরেননি। পরিবর্তে চাহাল ফিল্ডিং করেছিলেন।