For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ সংখ্যা থেকে সর্বাধিক রান, আইপিএল ২০২১-এ যে রেকর্ডেগুলির মালিক হতে চলেছেন বিরাট

ম্যাচ সংখ্যা থেকে সর্বাধিক রান, আইপিএল ২০২১-এ যে রেকর্ডেগুলির মালিক হতে চলেছেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে দেশে আর কয়েকদিন পরেই আইপিএল শুরু হতে চলেছে। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। যে যে ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা, তাঁদের অন্যতম বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে, তা দেখে নেওয়া যাক। পরিসংখ্যানে কাদের কাছাকাছি পৌঁছে যাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক, তাও দেখে নেওয়া যাক।

আইপিএলে ২০০ ম্যাচ ও ৬০০০ রান

আইপিএলে ২০০ ম্যাচ ও ৬০০০ রান

আইপিএলে এখনও পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। আগামী টুর্নামেন্টে আর আট ম্যাচ খেললেই ২০০-এর ঘরে প্রবেশ করবেন আরসিবি অধিনায়ক। আর ১২২ রান করলে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ হবে বিরাটের।

৫০ ও তার বেশি স্কোর

৫০ ও তার বেশি স্কোর

২০২১ সালের আইপিএলে মোট ৬ বার এক ইনিংসং ৫০ ও তার বেশি (১০০) রান করলে এক অনবদ্য রেকর্ড গড়বেন বিরাট কোহলি। আইপিএলে ৫০টি ৫০ ও তার বেশি স্কোরের মালিক হবেন আরসিবি অধিনায়ক। এমন রেকর্ড অন্য কোনও ব্যাটসম্যানের নেই।

টি২০-তে ১০ হাজার

টি২০-তে ১০ হাজার

আগামী আইপিএলে আর ২৬৯ রান করলে টি২০ ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ হবে বিরাট কোহলির। যে ক্লাবের সদস্য ইতিমধ্যেই হয়ে বসে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৩৭২০ রান), কাইরন পোলার্ড (১০৬২৯ রান) ও পাকিস্তানের শোয়েব মালিক (১০৪৮৮)।

এক মরসুমে সর্বকালের সেরা রান

এক মরসুমে সর্বকালের সেরা রান

২০১৬ সালের আইপিএলে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। সংশ্লিষ্ট টুর্নামেন্টের এক মরসুমে এত রান আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি। ওই আইপিএলে চারটি শতরান এসেছিল বিরাটের ব্যাট থেকে। এবার নিজের সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন আরসিবি অধিনায়ক স্বয়ং।

 বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখার শীর্ষ পদে গুজরাতের প্রাক্তন পুলিশকর্তা বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখার শীর্ষ পদে গুজরাতের প্রাক্তন পুলিশকর্তা

English summary
Records which RCB captain Virat Kohli may break in IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X