IPL 2022: রাজস্থান-মুম্বই ম্যাচে দুই দলের কোন কোন ক্রিকেটারের সামনে বিভিন্ন নজিরের হাতছানি দেখে নিন
শনিবারের সন্ধ্যায় আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়েছে এই মুহূর্তে লিগ টেবলের দ্বিতীয় স্থানে, অপর দিকে আইপিএল-এর সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স পরের পর ম্যাচ হেরে রয়েছে তলানিত। এই দুই দলের দ্বৈরথে তৈরি হতে পারে একাধিক নজির।

আইপিএল-এ শততম ক্যাচের সামনে কাইরন পোলার্ড:
আইপিএল-এ ১০০টি ক্যাচের নজিরের সামনে দাঁড়িয়ে কাইরন পোলার্ড। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই ম্যাচে শততম ক্যাচটি পোলার্ড নিতে পারলে কেটরক্ষক ব্যাতিত প্রথম ফিল্ডার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০০০ রানের মাইলস্টোনের সামনে সূর্যকুমার যাদব:
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচে ২০০০ রান পূর্ণ করতে পারেন সূর্যকুমার। আর ২৮ রান করলেই এই কৃতিত্ব তিনি অর্জন করবেন। রোহিত শর্মা, কাইরন পোলার্ড, অম্বতি রায়াডু এবং সচিন তেন্ডলুকরের পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই নজির তিনি গড়বেন।

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ শততম ছয় মারার হাতছানি জস বাটলারের কাছে:
এই ম্যাচে ৪টি ছয় মারতে পারলে আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে ১০০টি ছয় মারার নজির গড়বেন রাজস্থান রয়্যালস। বাটলার যে ফর্মে রয়েছেন তাতে এই নজির মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে স্পর্শ করতেই পারেন তিনি।

অন্যান্য নজির:
পাঁচটি চার মারলে টি-২০ ক্রিকেটে ৪০০টিচার মারার নজির গড়বেনসঞ্জু স্যামসন।

জরুরি তথ্য:
আইপিএল ২০২২-এ প্রথম আটটি ম্যাচেই পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল-এর ইতিহাসে কোনও দল কখনও প্রথম আটটি ম্যাচে পরাজিত হয়নি। এই মরসুমে এখনও পর্যন্ত যুজবেন্দ্র চাহালের উইকেট সংখ্যা ১৮। তাঁর বোলিং গড় ১২.৬৫। এই বছর আইপিএল-এ কোনও ব্যাটসম্যান এখনও ৫০০ রান করতে পারেননি।