IPL 2022: গুজরাতের বিরুদ্ধে আজ মাঠে নামছে বিরাট-ডু প্লেসিসের ব্যাঙ্গালোর, একাধিক ব্যক্তিগত নজির তৈরি হতে পারে
আইপিএল-এর প্রথম ম্যাচে আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গুজরাতের প্লে-অফ প্রায় নিশ্চিত, কিন্তু আরসিবির ক্ষেত্রে চিত্রটা অন্য রকম। ৯ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা দলটি পর পর দুই ম্যাচ হেরেছে। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট প্রয়োজন ফাফ ডু প্লেসিসের দলের। এই প্রতিবেদনের মধ্যে দিয়ে দেখে নেওয়া যাক এই দুই দলের দ্বৈরথে কোন কোন ক্রিকেটাররা কী কী নজির তৈরি করতে পারেন।

টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের হাতছানি দীনেশ কার্তিকের সামনে:
এই ম্যাচে নতুন মাইলস্টোন স্পর্শের হাতছানি দীনেশ কার্তিকের সামনে। গুজরাতের বিরুদ্ধে ১ রান করলেই টি-২০ কেরিয়ারে ৬৫০০ রান করার মাইলস্টোন অর্জনকরবেন ডিকে।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের সামনে মহম্মদ সিরাজ:
এই ম্যাচে মহম্মদ সিরাজের সামনে সুযোগ রয়েছে আইপিএল কেরিয়ারে ৫০তম উইকেট স্পর্শ করার। দু'টি উইকেট পেলেই সেই কৃতিত্ব অর্জন করবেন সিরাজ। যুজবেন্দ্র চাহাল, হার্ষল প্যাটেল এবং বিনয় কুমারের পর চতুর্থ বোলার হিসেবে আরসিবির জার্সিতে এই কৃতিত্ব অর্জন করবেন সিরাজ।

ফিঞ্চ-ওয়ার্নারদের তালিকায় জায়গাস করে নিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল:
মাত্র ১৯ রান করলেই টি-২০ ক্রিকেটে ৮০০০ রানের মালিক হবেন গ্লেন ম্যাক্সওয়েল। শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারের পর এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ক্রিকেটার হবেন তিনি। পাশাপাশি এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলে আইপিএল-এ ১০০ নম্বর ইনিংসটি খেলে ফেলবেন ম্যাক্সওয়েল।

টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের সামনে মহম্মদ শামি:
১৪৯টি উইকেট নিয়ে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মহম্মদ শামি। আর একটি উইকেট পেলেই টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হবেন তিনি।

অন্যান্য নজির:
এই ম্যাচে চারটি উইকেট পেলে আইপিএল-এ ৫০ উইকেটের মালিক হবেন ঋদ্ধিমান সাহা। চারটি উইকেট পেলে জস হ্যাজেলউড ১০০টি টি-২০ উইকেটের মালিক হবেন। ৫টি চার মারলে ঋদ্ধিমান সাহা ৩৫০টি টি-২০ চার মারার নজির গড়বেন। হার্দিক টি-২০ ক্রিকেটে ক্যাচ নিয়েছেন ৯৯টি। আর একটি ক্যাচ এই ম্যাচে তাঁর হাতে জমা পড়লে টি-২০ ক্রিকেটে ১০০টি ক্যাচের মালিক হবেন তিনি।

জরুরি তথ্য:
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এই মরসুম এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেই ম্যাচে ৬৮ রান অল-আউট হয়েছে তারা। গুজরাত টাইটানস নিজেদের প্রথম আটটি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে যা আইপিএল-এ ইতিহাসে আর কোনও দল করে দেখাতে পারেনি। এটি হার্দিক পান্ডিয়ার শততম আইপিএল ম্যাচ হতে চলেছে।
Ranji Trophy: রঞ্জি ট্রফির নক আউট পর্বের ম্য়াচগুলি পিছিয়ে দিল বিসিসিআই, জানুন সংশোধিত ক্রীড়াসূচি