For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাজস্থান ম্যাচে একাধিক নজির তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স, রইল বিস্তারিত তথ্য

IPL 2022: রাজস্থান ম্যাচে একাধিক নজির তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স, রইল বিস্তারিত তথ্য

Google Oneindia Bengali News

আইপিএল-এ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। অপর দিকে, পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ, যে দল জিতবে সেই দলই লিগ টেবলের উপরের দিকে থাকার দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে। কলকাতা বনাম রাজস্থান ম্যাচে তৈরি হতে পারে একাধিক মাইলস্টোন, নজর রাখুন সেগুলির দিকে।

পাঁচ হাজার রানের সামনে সঞ্জু স্যামসন:

পাঁচ হাজার রানের সামনে সঞ্জু স্যামসন:

এই ম্যাচে টি-২০ কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করতে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর ৪৯ রান করলে পাঁচ হাজার রান পূর্ণ করতে পারবেন স্যামসন।

দেড়শো আইপিএল উইকেটের সামনে সুনীল নারিন:

দেড়শো আইপিএল উইকেটের সামনে সুনীল নারিন:

এই ম্যাচে এক দারুণ নজিরের সামনে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম তারকা সুনীল নারিন। রাজস্থানের বিরুদ্ধে তিন উইকেট পেলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল-এ দেড়শো উইকেটের মালিক হবেন নারিন।

২৪ রান করলেই নারিনে মুকুটে যুক্ত হবে নতুন পালক:

২৪ রান করলেই নারিনে মুকুটে যুক্ত হবে নতুন পালক:

এই ম্যাচে ২৪ রান করলে রবীন্দ্র জাডেজা এবং ডোয়েন ব্র্যাভোর পর আইপিএল-এর ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান এবং একশো উইকেটের মালিক হবেন নারিন।

আইপিএল-এ এক হাজার রানের সামনে দেবদত্ত পাডিকল:

আইপিএল-এ এক হাজার রানের সামনে দেবদত্ত পাডিকল:

বিশ্বের সেরা টি-২০ লিগে এক হাজার রানের দোর গোড়ায় দাঁড়িয়ে দেবদত্ত পাডিকল। আর দুই রান করলে আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন তিনি।

দুই হাজার আইপিএল রানের সামনে নীতীশ রানা:

দুই হাজার আইপিএল রানের সামনে নীতীশ রানা:

গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন নীতীশ রানা। এই ম্যাচে ৫৭ রান করলে আইপিএল কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করবেন এই বাম হাতি ক্রিকেটার।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

দু'টি চার মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি চার মারার নজির গড়বেন ভেঙ্কটেশ আইয়ার। একই সঙ্গে টি-২০ ক্রিকেটে ১৫০টি চার মারার নজির গড়বেন তিনি। আটটি চার হাঁকালে আইপিএল-এ ২৫০টি চারের মালিক হবেন সঞ্জু স্যামসন। চারটি চার মারলে আইপিএল-এ পঞ্চশটি চার মারার নজির স্পর্শ করবেন সিমরণ হেটমায়ার।

IPL 2022: গুজরাতের বিরুদ্ধে হারের নেপথ্যে বোলারদের ব্যর্থতাকেই দায়ী করছেন চেন্নাইয়ের নয়া অধিনায়কIPL 2022: গুজরাতের বিরুদ্ধে হারের নেপথ্যে বোলারদের ব্যর্থতাকেই দায়ী করছেন চেন্নাইয়ের নয়া অধিনায়ক

English summary
Kolkata Knight Riders and Rajasthan Royals are all set to face each other in an important match in IPL 2022. In this match various individual feats can be achieved by many cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X