For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের বিরুদ্ধে ধোনির সামনে বড় রেকর্ড অর্জন করার সুযোগ, মাইলস্টোন তৈরি করতে পারেন এই তারকারাও

রাজস্থানের বিরুদ্ধে ধোনির সামনে বড় রেকর্ড অর্জন করার সুযোগ, মাইলস্টোন তৈরি করতে পারেন এই তারকারাও

Google Oneindia Bengali News

চলতি আইপিএল-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর প্লে-অফে ইতিমধ্যেই জায়কা পাকা করে নিয়েছে রাজস্থান। কিন্তু এই ম্যাচ তারা জিততে পারলে নেট রান রেটের সুবিধা নিয়ে লখনউ সুপার জায়ান্টসকে সরিয়ে চলে আসবে দ্বিতীয় স্থানে। তবে, চেন্নাইয়ের কোনও বিশেষ লক্ষ্য নেই এই ম্যাচে, জয় দিয়ে মরসুম শেষ করতে পারলেই খুশি হবে সিএসকে ম্যানেজমেন্ট।

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে এমএস ধোনি:

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে এমএস ধোনি:

এই ম্যাচে আইপিএল কেরিয়ারে বড় রেকর্ড অর্জন করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৪৮ রান করলেই আইপিএল-এ ৫০০০ রানের মালিক হবেন। ধোনি এই ম্যাচে পাঁচটি চার মারলে আইপিএল-এ ৩৫০ রানের মালিক হবেন।

রাজস্থান রয়্যালসের হয়ে ৩০০০ রানের সামনে সঞ্জু স্যামসন:

রাজস্থান রয়্যালসের হয়ে ৩০০০ রানের সামনে সঞ্জু স্যামসন:

চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৮ রান করলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩০০০ রান করার নজির গড়বেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। অজিঙ্ক রাহানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেব এই নজির স্পর্শ করবেন সঞ্জু।

টি-২০ ক্রিকেটে ৮০০০ রানের সামনে জস বাটলার:

টি-২০ ক্রিকেটে ৮০০০ রানের সামনে জস বাটলার:

চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র ৩৮ রান করলে টি-২০ কেরিয়ারে ৮০০০ রান পূর্ণ করবেন জস বাটলার। পাশাপাশি তিনি যদি চারটি চার মারতে পারেন তা হলে টি-২০ ক্রিকেটে ৩৫০ রানের মালিক হবেন।

বড় মাইলস্টোনের সামনে রবীন উথাপ্পা:

বড় মাইলস্টোনের সামনে রবীন উথাপ্পা:

রবীনকে এই ম্যাচে যদি মাহি সুযোগ দেন এবং পরিচিত মেজাজে তিনি খেলতে পারেন, তা হলে আইপিএল কেরিয়ারে ৫০০০ রান পূর্ণ করবেন রবীন উথাপ্পা। আইপিএল-এ পাঁচ হাজার রান পূর্ণ করার জন্য রবীনের প্রয়োজন ৪৮ রান মাত্র।

অমিত মিশ্র'কে ছাপিয়ে যাওয়ার হাতছানি যুজবেন্দ্র চাহালের সামনে:

অমিত মিশ্র'কে ছাপিয়ে যাওয়ার হাতছানি যুজবেন্দ্র চাহালের সামনে:

এই ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪টি উইকেট নিলে ভারতের তারকা স্পিনার অমিত মিশ্রকে ছাপিয়ে যাবেন যুজবেন্দ্র চাহাল। আইপিএল-এ অমিত মিশ্র'র উইকেট ১৬৬টি, সেখানে এখনও পর্যন্ত চাহালের সংগ্রহ ১৬৩ উইকেট।

IPL 2022: ক্ষিপ্ত ওয়েডকে শান্ত করতে গিয়ে ভাইরাল বিরাট কোহলি! হেলমেট ফেলে ব্যাট আছড়ে গুজরাত কিপার সতর্কিতIPL 2022: ক্ষিপ্ত ওয়েডকে শান্ত করতে গিয়ে ভাইরাল বিরাট কোহলি! হেলমেট ফেলে ব্যাট আছড়ে গুজরাত কিপার সতর্কিত

English summary
Records that could made during the match between CSK and RR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X