IPL 2022: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সামনে মাইলস্টোন তৈরির হাতছানি
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে রবিবার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ডে'তে হঠাৎই শিবিরের একজন নেট বোলার কোভিড পোজিটিভ হওয়ায় এই ম্যাচ আয়োজন হওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে, শিবিরের বাকি জনের রিপোর্ট নেগেটিভ আসায় সেই সংশয় কেটে গিয়েছে। এ দিন মাঠে নামতে সমস্যা নেই দিল্লির। এই ম্যাচে একাধিক নজির স্পর্শ করার সুযোগ রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

আইপিএল-এ ১০০ উইকেটের সামনে অক্ষর প্যাটেল:
এই ম্যাচে একটি উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ১০০ উইকেটের মালিক হবেন অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে এই নজির স্পর্শ করার সুযোগ তাঁর সামনে। পাশাপাশি একটি ক্যাচ নিলে আইপিএল-এ ৫০টি ক্যাচের মালিক হবেন অক্ষর।

মাইলস্টোনের সামনে ধোনি:
দিল্লির বিরুদ্ধে দু'টি ক্যাচ ধোনির গ্লাভসে জমা পড়লে টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে দু'শো ক্যাচের মালিক হবেন মাহি। পাশাপাশি ৬টি ছয় যদি এই ম্যাচে ধোনির ব্যাট থেকে আসে তা হলে চেন্নাই সুপার কিংসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি ছয় আইপিএল-এ মারার নজির তৈরি করবেন তিনি।

সিএসকের হয়ে আইপিএল-এ ১০০০ রানের সামনে ডোয়েন ব্র্যাভো:
এই ম্যাচে যদি ব্র্যাভো সুযোগ পান এবং ৯ রান করতে পারেন তা হলে আইপিএল-এ সিএসকে'র হয়ে ১০০০ রান পূর্ণ করবেন তিনি। রবীন্দ্র জাডেজার পর এই ফ্রাঞ্চাইজির হয়ে ১০০০ রান এবং ১০০-র বেশি উইকেট শিকারি দ্বিতীয় ক্রিকেটার হবেন তিনি।

আইপিএল-এ ৫০০০ রানের সামনে রবীন উথাপ্পা:
রবীন যদি এই ম্যাচে ৪৯ রান করতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ৫০০০ রানের মালিক হবেন তিনি।

আইপিএল-এ ৫০ উইকেটের সামনে খালিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান:
দিল্লি ক্যাপিটালসের দুই বোলারের সামনে থাকছে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট সংগ্রহ করার সুযোগ। আইপিএল-এ ৫০টি উইকেট সংগ্রহ করার জন্য উভয়েরই দরকার ৪টি করে উইকেট।

অন্যান্য নজির:
তিনটি চার মারলে সিএসকের হয়ে টি-২০ ক্রিকেটে ১০০টি চারের মালিক হবে ব্র্যাভো। সম সংখ্যক ছয় মারলে সিএসকের হয়ে ৫০টি ছয় মারার নজির গড়বেন তিনি। পৃথ্বী শ ১০টি চার মারলে আইপিএল-এ ২০০টি চারের মালিক হবেন। ৯টি চার মারলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০০টি চার মারার নজির গড়বেন ডেভিড ওয়ার্নার।

জরুরি তথ্য:
চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ২৬টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। যার মধ্যে সিএসকে জিতেছে ১৬টি ম্যাচে এবং ১০টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস।