For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার আভিজাত্যে টোকা ভারতের, ঘরের মাঠে বাঘ! আলাদা বিরাট-সৌরভ!

অস্ট্রেলিয়ার আভিজাত্যে টোকা ভারতের, ঘরের মাঠে বাঘ! আলাদা বিরাট-সৌরভ!

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির দ্বৈরথ তিন দশক পেরিয়ে গিয়েছে। কোনও দলই যে কাউকে ছেড়ে কথা বলেনি, তা প্রমাণ করে পরিসংখ্যান। যদিও এ লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে ভারত। ঘরের মাঠে অজি শিবিরের বিরুদ্ধে দাপট অব্যাহত মেন ইন ব্লু-র। তারই মধ্যে আলাদা হয়ে উঠে আসছে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নাম।

শুরু এবং সাম্প্রতিক

শুরু এবং সাম্প্রতিক

১৯৯৬-১৯৯৭ মরসুমে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি খেলা হয়েছিল। দেশের মাঠে ওই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১৮-২০১৯ মরসুমে শেষ বার দুই দলের মধ্যে এই টুর্নামেন্ট হয়েছিল। অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

সিরিজ জয়-হারের পরিসংখ্যান

সিরিজ জয়-হারের পরিসংখ্যান

এখনও পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ১৪টি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ হয়েছে। সর্বাধিক আট বার সিরিজ জিতেছে ভারত। তার মধ্যে সাত বারই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারিয়েছে মেন ইন ব্লু। অন্যদিকে পাঁচ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া।

ম্যাচ জয়-হারের পরিসংখ্যান

ম্যাচ জয়-হারের পরিসংখ্যান

বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। যদিও মেন ইন ব্লু-র বেশিরভাগ জয় এসেছে দেশের মাটিতে। সে নিরিখে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ জিততে পেরেছে ক্যাঙারুর দেশে। ঘরের মাঠেই হলুদ ব্রিগেডের দাপট সবচেয়ে বেশি।

পৃথক কেবল সৌরভ ও কোহলি

পৃথক কেবল সৌরভ ও কোহলি

মাত্র একটি ছাড়া বাকি সব বর্ডার-গাভাসকর সিরিজে ফলাফল বেরিয়ে এসেছে। ২০০৩-২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ ড্র করেছিল। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারিয়েছিল ভারত। ইতিহাসে নাম তুলেছিলেন বিরাট কোহলি। ফলে পরিসংখ্যানে একমাত্র এই দুই বছরই পৃথক বলা চলে।

অপরাজেয় তকমা ধরে রাখার চ্যালেঞ্জ নর্থ ইস্টের, হারের হ্যাটট্রিকের সামনে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ান অপরাজেয় তকমা ধরে রাখার চ্যালেঞ্জ নর্থ ইস্টের, হারের হ্যাটট্রিকের সামনে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ান

English summary
Records and stats of Border-Gavaskar Trophy, Australia edge behind India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X