For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ মেলবোর্ন টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল কোন সিদ্ধান্তগুলি?

টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ মেলবোর্ন টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল কোনগুলি?

  • |
Google Oneindia Bengali News

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত টেস্ট জয়ের চর্চা শুরু হয়েছে বিশ্বব্যাপী। অজিঙ্ক রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়ার এই অসাধারণ কামব্যাকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংবদন্তিরা। যদিও এমন দাপুটে জয় সম্ভবই হত না, যদি না এই ঘটনাগুলি ঘটত। সেদিকে একবার নজর ফেরানো যাক।

টসে হার

টসে হার

সব দলের অধিনায়কের কাছেই টসে জয় কাম্য হয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালের টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিততে চেয়েছিলেন ভারতের কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু হেরে যান। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ফলে মেলবোর্নে টসে হার রাহানেদের কাছে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

মহম্মদ সিরাজের অন্তর্ভূক্তি

মহম্মদ সিরাজের অন্তর্ভূক্তি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে উইকেট পাননি ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। উল্টে হাতে চোট পেয়ে প্রতিযোগিতা থেকেই তিনি ছিটকে যান। তাঁর পরিবর্তে মেলবোর্ন টেস্টে ভারতীয় দলে তরুণ পেসার মহম্মদ সিরাজকে অন্তর্ভূক্ত করা হয়। অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ার জয়ে বড় ভূমিকা নেন সিরাজ।

ওপেনে শুভমান গিল

ওপেনে শুভমান গিল

অ্যাডিলেড টেস্টে সুপার ফ্লপ হওয়া পৃথ্বী শ-কে মোলবোর্ন টেস্টে ভারতের প্রথম একাদশের বাইরে রাখা হয়। পরিবর্তে তরুণ শুভমান গিলকে প্রথম বার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর সুযোগ দেওয়া হয়। প্রথম ইনিংসে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন পাঞ্জাব তনয়। দ্বিতীয় ইনিংসে গিলের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৫ রান। যা ভারতের বক্সিং ডে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

জাদেজার ফেরা

জাদেজার ফেরা

মেলবোর্ন টেস্টে চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক ঘটে রবীন্দ্র জাদেজার। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে ১৫৯ বলে ৫৭ রানের নাছোড় ইনিংস খেলেন জাড্ডু। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন অল-রাউন্ডার।

মেলবোর্নে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় কোনও রদবদল ঘটল কি?মেলবোর্নে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় কোনও রদবদল ঘটল কি?

English summary
Reason behind Team India's big win in Melbourne against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X