For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫৫০০ রানের গণ্ডি পার বিরাটের, নজির তরুণ পড়িক্কলেরও

আইপিএল ২০২০: প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫৫০০ রানের গণ্ডি পার বিরাটের, নজির তরুণ পড়িক্কলেরও

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে রানের ছন্দে ফিরতে মাইলস্টোন লিখে ফেললেন বিরাট কোহলি। ব্যাট হাতে এদিন রান তাড়া করতে নেমে ৫৩ বলে ৭২ রান হাঁকিয়ে অপরাজিত থেকে বিরাট আরসিবিকে ম্যাচ জিতেয়ে মাঠ ছাড়েন।

আইপিএল ২০২০: প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫৫০০ রানের গণ্ডি পার বিরাটের, নজির তরুণ পড়িক্কলেরও

এই রানের সুবাদে কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁলেন। এদিনের ৭২ রানের ইনিংসের পর বিরাটের নামের পাশে এখন ৫৫০২ রান।

প্রসঙ্গত বিরাটেই আইপিএলের ইতিহাসের সর্বাধিক রানের মালিক। ১৮১ ইনিংস খেলে বিরাট এই রান হাঁকিয়েছেন। সর্বাধিক রান হাঁকানোর তালিকায় ১৯৩ ইনিংস খেলে ৫৩৬৮ রান হাকিঁয়ে দ্বিতীয় স্থানের রয়েছেন সুরেশ রায়না।

অন্যদিকে আইপিএলের ইতিহাসে নয়া নজির আরসিবির দেবদূত পড়িক্কলের। রাজস্থানের বিরুদ্ধে এদিন ১৫৫ রান তাড়া করতে নেমে দুরন্ত হাফ সেঞ্চুরি বাঁ-হাতির। ১৩ তম আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে আবুধাবিতে এদিন ৩৪ বলে পড়িক্কল হাফ সেঞ্চুরি হাঁকালেন।

এই নিয়ে ১৩তম আইপিএলের প্রথম চার ইনিংসে এটি পড়িকল্লের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি, টানা দ্বিতীয় অর্ধশতরান। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৩ রান করে আউট হন। আইপিএল কেরিয়ারে এটাই পড়িক্কলের ইনিংসে সর্বোচ্চ স্কোর। ম্যাচে এদিন পড়িক্কল ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন।

এদিনের হাফ সেঞ্চুরির সুবাদে আইপিএলে নজির গড়াও হয়ে গেল পড়িক্কলের। প্রথম ক্রিকেটার হিসেবে লিগের প্রথম চার ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন পড়িক্কল। আইপিএলে এবারে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন পড়িক্কল। দুবাইয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ বলে ৫৬ হাঁকিয়েছিলেন। এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২ বলে ১ রানে আউট হন। এই ব্যর্থতাটুকু বাদ দিলে পরের ইনিংসেই ঘুরিয়ে দাঁড়ান বাঁ-হাতি। দুবাইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৪০ বলে ৫৪ রান হাঁকান। এরপর এদিন ৪৫ বলে ৬৩ হাঁকালেন আরসিবি ওপেনার। বিরাট ও পড়িক্কলের ব্যাটে ভর করে এদিন হাসতে হাসতে রাজস্থানকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

English summary
RCB win by 8 wickets vs rr, 3 win in Dream11 IPL 2020, Virat Kohli breaches 5500 run mark in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X