For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০তে স্বপ্নের ফর্ম থাকলেও, টি-২০'র মেগা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ডিভিলিয়ার্সের

আইপিএল ২০২০তে স্বপ্নের ফর্ম থাকলেও, টি-২০'র মেগা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ডিভিলিয়ার্সের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে স্বপ্নের ফর্মে এবি ডিভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২ বছরেরও বেশি সময় অবসর নিয়ে ফেললেও আইপিএলে বিধ্বংসী মেজাজে খেলে চলেছেন এবিডি। দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন অধিনায়ক চলতি টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৩২৪ রান হাঁকিয়ে ফেলেছেন। গ্লাভস হাতে উইকেটের পিছনে তার পারফরম্যান্সও যথেষ্ট ভাল।

বিগ ব্যাশ লিগে নেই ডিভিলিয়ার্স শো

বিগ ব্যাশ লিগে নেই ডিভিলিয়ার্স শো

এবছর আইপিএল ১৩তে দলকে প্লে-অফে পৌঁছে দেওয়া থেকে এক কদম দূরে এবিডি। মরুশহরে কোটি টাকার ভারতীয় ক্রিকেট লিগে মঞ্চ কাঁপালেও অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগে এবছর ডিভিলিয়ার্স শো দেখা যাবে না।

কেন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ডিভিলিয়ার্স

কেন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ডিভিলিয়ার্স

পারিবারিক কারণে করোনা কোভিড ১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন ডিভিলিয়ার্স। চলতি বছরে ৩ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ শুরু। তার আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কথা জানিয়ে দিয়েছেন এবিডি।

ডিভিলিয়ার্স যা জানালেন

ডিভিলিয়ার্স যা জানালেন

বিগ ব্যাশ লিগে না খেলা প্রসঙ্গে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডিভিলায়ার্স বলেন, 'করোনার কারণে তৈরি হওয়াও পরিস্থিতিতে উদ্বেগে রয়েছি। অনিচ্ছা থাকলেও পরিবারের কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এই মরসুমে বিগ ব্যাশে খেলা সম্ভব নয়। ভবিষ্যতে ফের এই প্রতিযোগিতায় ফিরে যাওয়ার বিষয়ে আশাবাদী।

বিগ ব্যাশ লিগে কবে আত্মপ্রকাশ, কোন দলের হয়ে খেলেছেন

বিগ ব্যাশ লিগে কবে আত্মপ্রকাশ, কোন দলের হয়ে খেলেছেন

প্রসঙ্গত গত বছর ২০১৯ সালে প্রথমবার বিগ ব্যাশ লিগের আসরে আত্মপ্রকাশ ডিভিলিয়ার্সের। প্রথমবার ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন ডিভিলিয়ার্স। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা কোভিড সংকটের উদ্বেগে এবার অবশ্য বিগ ব্যাশ লিগে মাঠে নামা হচ্ছে না ডিভিলিয়ার্সের।

আইপিএল ২০২০ : মুখোমুখি সমরে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে কেকেআর ও সিএসকেআইপিএল ২০২০ : মুখোমুখি সমরে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে কেকেআর ও সিএসকে

English summary
RCB’s AB de Villiers pulls out of Big Bash League due to Corona Pandemic situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X